সিলেটের কথা ::: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ও শিক্ষাবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়তে কাজ করবে। নৈতিকতা এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের আলোকে জীবন নির্ভর ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা করে তুলতে অতিথের নিয়ে আগামীতেও কাজ করবে।
তিনি রবিবার (৩ আগস্ট) সিলেট সদর উপজেলার হাজী আজিজুর রহমান আইডিয়াল স্কুল এন্ড কলেজের হল রুমে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের ভাবনা শীর্ষক মতবিনময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠানে খন্দকার মুক্তাদির বলেন, আওয়ামী লীগ দলীয়করণ ও রাজনীতি করনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। শিক্ষা ব্যবস্থা থেকে নীতি নৈতিকতা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ তুলে দেওয়া হয়েছিল। শিক্ষা কারিকুলামে জীবন নির্ভর ও কর্মমুখী কোন বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। যে কারণে বাস্তবমুখী শিক্ষা ছিল অনুপস্থিত।
হাজী আজিজুর রহমান আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সফিকুর রহমানের সভাপতিত্বে ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজ উদ্দিনের পরিচালনা বিশেষ অতিথি হিসেবে আলোচনায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা ওয়ারিশ আলী, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজ মিয়া, ইউপি সদস্য এস এম আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক তারেক মনোয়ার, ৮নম্বর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক সুয়েব আহমদ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য নুরুল হক, মকবুল রেহান, ইমরান উদ্দিন, ৭নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক চমক আলী প্রমুখ।-বিজ্ঞপ্তি
Leave a Reply