1. admin@sylheterkotha.com : admin :
August 4, 2025, 1:44 pm
Title :
চার দিনের ব্যবধানে শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্রে আবারো আগুন জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে: প্রধান উপদেষ্টা জুলাইয়ের অর্জন ধরে রাখতে রাজনৈতিক ঐক্য চায় জনগণ-মাওলানা হাবিবুর রহমান চাকরি পাওয়া ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীতে যান চলাচলে ডিএমপির নির্দেশনা সিলেটের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা জালালাবাদ গ্যাস অফিসে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ সংগ্রাম করেছি এবং ফ্যাসিস্টের পতন হয়েছে : লুনা সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায়-এসএম জিলানী ১৬ ঘণ্টা দুর্ভোগের পর সুনামগঞ্জের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

তারেক রহমানকে নিয়ে কটুক্তি কয়েস লোদী’র তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • Update Time : Saturday, August 2, 2025
  • 8 Time View

সিলেটের কথা ::: গণহত্যার দায়ে অভিযুক্ত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং একাধিক হত্যা মামলা সহ জুলাই গণঅভ্যুত্থানে নিরিহ ছাত্রজনতার উপর হামলার পলাতক আসামী শফিউল আলম নাদেল কর্তৃক স্যোসাল মিডিয়ায় একটি টকশোতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই আপত্তিকর বক্তব্য প্রত্যাহারের আহবান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ তাদের অপকর্মকে আড়াল করতে তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটনাট আশ্রয় নিয়ে জনগণকে বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা করছে। কিন্তু কোটি মানুষের ভালোবাসায় অধিষ্ঠিত তারেক রহমানের জনপ্রিয়তায় এসব কটুক্তি এতটুকুও প্রভাব ফেলতে পারবে না।
কয়েস লোদী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কাজ করে যাচ্ছেন। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করছেন সেই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, কুরুচিপূর্ণ অপপ্রচার ও প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এসকল কিছু প্রতিহত করতে সবাইকে চেয়ারম্যানের নির্দেশমত একতাবদ্ধ থেকে কাজ করতে হবে।
তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কিছু নাম যুগান্তকারী ভূমিকা পালন করেছে— তাদের আদর্শ, নেতৃত্বগুণ ও অবদান জাতির ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছে। এই নামগুলোর মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হলেন তারেক রহমান। তিনি কেবল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, একজন সংগ্রামী রাজনীতিবিদ এবং সর্বোপরি বাংলাদেশী জাতীয়তাবাদের অদম্য প্রতীক। তাঁর রাজনৈতিক অভিযাত্রা যেমন সংগ্রামময়, তেমনি তিনি সময়ের পরীক্ষায় সত্য ও আদর্শের বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। তিনি বিভ্রান্তির মাঝে দেন দিকনির্দেশনা এবং অপপ্রচারের বিপরীতে প্রতিষ্ঠা করেন ন্যায় ও সত্য। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews