গোয়াইনঘাট প্রতিনিধি::: পবিত্র ঈদ-উল ফিতর ও ঈদ-উল আযহা উপলক্ষে সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতি কন্যা জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের সেবায় দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবকদের মাঝে সম্মাননা ও সার্টিফিকেট বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (১ লা আগষ্ট) বেলা ১১টায় উপজেলা হল রুমে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির যৌথ আয়োজনে স্বেচ্ছাসেবকদের মাঝে এ সম্মাননা ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পর্যটন উন্নয়ন কমিটির সভাপতি রতন কুমার অধিকারী’র সভাপতিত্বে এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রতন কুমার অধিকারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ইনচার্জ ইন্সপেক্টর শাহাদাৎ হোসেন, গোয়াইনঘাট থানার এস আই মারুফ আল মুকিত, বাংলাদেশ স্কাউট সিলেট অঞ্চলের উপকমিশনার হিফজুর রহমান খাঁন, গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক শামিম আহমদ প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাফলং ট্যুরিস্ট পুলিশের সদস্য শাওন মিয়া, গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের এসআরএম মারুফ আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুব রেড ক্রিসেন্টের দলনেতা আশিষ দা সৌরভ, গোয়াইনঘাট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারম্যাট আলম মিয়া।
আলোচনা সভা শেষে পবিত্র ঈদ-উল ফিতর ও ঈদ-উল আযহা উপলক্ষে সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রে পর্যটকদের সেবায় দায়িত্ব পালন করা স্বেচ্ছাসেবকদের মাঝে সম্মাননা ও সার্টিফিকেট বিতরণ করেন অতিথিবৃন্দ।
ছনি ক্যাপশনঃ (০১) চোরাচালানবিরোধী অভিযানে অবৈধ ভারতীয় পন্য জব্দ ।
ছবি ক্যাপশনঃ (০২) পর্যটন কেন্দ্রে পর্যটকদের সেবায় দায়িত্ব পালন করায় স্বেচ্ছাসেবকদের মাঝে সম্মাননা ও সার্টিফিকেট বিতরণ করেন অতিথিবৃন্দ।
Leave a Reply