সিলেটের কথা ::: গাজীপুরের কাপাসিয়ায় বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টায় উপজেলার পাঁচুয়া বাউনপাড় বিল সংলগ্ন বন্দে আলী হাজি বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন, গাজীপুরের টেংরা টেপির বাড়ির নুর আলমের ছেলে মাহিন (১৬) এবং বায়োজিদ (৩৫)। বায়োজিদের ঠিকানা জানা যায়নি।
কাপাসিয়া থানার এস আই জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি মাহিন নামে একজনের মরদেহ উদ্ধার করেছি।
প্রত্যক্ষদর্শী শরীফ মিয়া জানান, সকালে পাঁচ বন্ধু মিলে শাপলা তুলতে বিল এলাকায় যান। একটি ছোট নৌকা ভাড়া করে পানিতে নামেন তারা। একপর্যায়ে হঠাৎ নৌকাটি কাত হয়ে গেলে দুজন পানিতে পড়ে গিয়ে তলিয়ে যান। স্থানীয়রা অনেক চেষ্টা করে তাদের উদ্ধার করে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সামিয়া বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
Leave a Reply