সিলেটের কথা ::: বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, নারী শক্তিকে কর্মপরিকল্পনার বাইরে রেখে কখনোই রাষ্ট্র এগিয়ে যেতে পারেনা। তাই নারী শক্তিকে প্রাধান্য দিয়ে দেশের অর্ধেক সংখ্যক নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের আশা-আকাঙ্খাকে ধারণ করে বিএনপি আগামী দিনের সকল কর্মপরিকল্পনা গ্রহণ করছে।
তারেক রহমান বলেন, প্রান্তিক পরিবারগুলোকে প্রতিমাসে রাষ্ট্রীয়ভাবে আর্থিক অথবা প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হবে। বিএনপি আশা করে এ ধরণের উদ্যোগে পরিবার ও সমাজে একদিকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ঘটবে অপরদিকে পরিবারগুলোর সামনে ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ তৈরী হবে। বিগত দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় অনেক মা তার প্রিয় সন্তান হারিয়েছেন। স্ত্রী তার প্রিয়তম স্বামী হারিয়েছেন। বোন তার ভাই হারিয়েছেন। অনেক মা বোন নির্যাতিত নিপীড়িত হয়েছেন। অনেক পরিবারের পারিবারিক বন্ধন ছিন্নভিন্ন হয়ে গেছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে সেই পরিবারগুলোকে নিয়ে তালিকা করে কাজ করবে।
তিনি শুক্রবার (১ আগস্ট) বিকেলে সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ছামাউড়া কান্দি মরহুম আব্দুর রউফ মেম্বারের বাড়ির উঠানে নারীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. মহরম আলীর সভাপতিত্বে ও ইমরান গাজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে বক্তব্যে রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, খোকন মিয়া প্রমুখ।-বিজ্ঞপ্তি
Leave a Reply