1. admin@sylheterkotha.com : admin :
September 6, 2025, 6:37 pm
Title :
সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মান করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে-দেওয়ান বাজারে খান জামাল সিলেটের ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতের ২ জনের কারাদণ্ড সিলেটে তথ্য-প্রযুক্তির আরও প্রসার ঘটাতে হবে: বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী ও বিভাগীয় জেলা শাখার কাউন্সিল সম্পন্ন দেশকে সঠিক দিশায় নিয়ে যেতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের বিকল্প নেই : মিফতাহ্ সিদ্দিকী পিআর পদ্ধতিতে নির্বাচন, না হয় গণআন্দোলন: ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৫ সিলেট সীমান্ত দিয়ে চোরাইপথে আসা অর্ধ শতাধিক মহিষ আটক জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সিলেট শাহজালাল (রহ.) দরগাহ থেকে বের হল জশনে জুলুস

সিলেট মহানগর কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপন

  • Update Time : Sunday, July 20, 2025
  • 56 Time View

সিলেটের কথা ::: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেছেন, গাছ শুধু রোপন করলে হবে না, পরিচর্চা করতে হবে। গাছ মানুষের জীবনে অপরিহার্য। আমরা গাছ থেকে অক্সিজেন ও কার্বনডাইঅক্সাইড পেয়ে থাকি। তিনি বলেন, শুধু প্রকৃতির শোভা বর্ধনেই নয়, গাছ আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। গাছের সঙ্গে জীবশ্রেণির সম্পর্ক অবিচ্ছেদ্য। প্রাণীর অস্তিত্ব বজায় রাখতে গাছ মুখ্য ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার, গণতন্ত্র ও পরিবেশের সুরক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিএনপির নেতাকর্মীরা বৃক্ষ প্রেমিক। সারা বছর জোড়েই বৃক্ষরোপন কর্মসূচীর মাধ্যমে বিভিন্ন জাতের ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করেন। কৃষকদলের নেতাকর্মীদের লক্ষ্য রাখতে হবে এবং গাছের চারা রোপন করার পর সেই চারাটি বেড়ে উঠার জন্য পরিচর্যা করতে হবে। তাহলেই বৃক্ষরোপন কর্মসূচী সফল হবে।
তিনি রবিবার (২০ জুলাই) নগরীর ৭নং ওয়ার্ডের বনকলাপাড়া এলাকায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর কৃষকদলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দলের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ুন কবির শাহীন।
বিক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক বেলায়েত হুসেন লিটন, রেজাউল করিম আলো, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ মিলন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান মোহন, সহ সাংগঠনিক সম্পাদক শফিক নূর, ৭নং নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এছ এম ছায়েম, সাংগঠনিক সম্পাদক নুরুল হক রাজু, সিলেট মহানগর কৃষক দলের সিনিয়র সহ সভাপতি এ কে এম শাহজাহান, সহ সভাপতি একরাম হোসেন মারুফ, নুরুল ইসলাম, ইকবাল হোসেন, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, শাহ আলম, শফিকুল ইসলাম রাসেল, শফিক আহমদ চৌধুরী, শহীদ আহমদ, ওসমান গনি কাচন, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক বিপ্লব সিংহ, সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক পলাশ আহমদ চৌধুরী, সহ কৃষি বিষয়ক সম্পাদক আনিসুর রহমান মিলন, মহানগর কৃষকদল নেতা আমির হোসেন বাদশা, আলী হোসেন, কামাল আহমদ, মইন উদ্দিন, রঞ্জন দাস, কয়েছ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews