প্রতিবেদক,গোয়াইনঘাট ::: অফুরন্ত সৌন্দর্যের এক মধুর নিকুঞ্জ আমাদের এ পৃথিবী। মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা অপরিসীম। ” দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর” – কবির এ আরতি আজ অরণ্যে রোদন এ পরিণত হয়েছে। কেননা অরণ্য দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে মানুষের কুঠারের আঘাতে। এ হচ্ছে মানুষের আত্মঘাতী কর্ম।
সিলেট সদর উপজেলার মালনীছড়া ২য় খন্ড মৌজার উদ্ধারকৃত সরকারি খাস জমিতে বৃক্ষ রোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে
শুক্রবার (১৮ জুলাই)সকাল ১০ টায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ এর শুভ উদ্বোধন করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। এসময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
মোঃ আনোয়ার উজ জামান,সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ,সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা, জেলা ব্র্যান্ডিং ও পর্যটন সেল মাহমুদ আশিক কবির,সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ, সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ।
Leave a Reply