গোয়াইনঘাট প্রতিনিধি ::: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ ও প্রাইভেটকার সহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার তিতারাই এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে জুবায়ের আহমদ( ২৫) নামে ব্যাক্তিকে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১০১ বোতল মদ ও পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত জুবায়ের আহমেদ( ২৫) গোয়াইনঘাট উপজেলার ছোটখেল গ্রামের মৃত জলাল উদ্দিনের ছেলে। গোয়াইনঘাট থানার এসআই জহুর লাল দত্ত ও এসআই জয়ন্ত তালুকদার জানান, তিতারাই এলাকায় পুলিশ চেকপোস্টে তল্লাশি কালে একটি প্রাইভেটকারের পিছনের ডালায় ভর্তি
ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১০১ বোতল মদসহ জুবায়েরকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৮১ হাজার টাকা।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ বলেন,ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ১০১ বোতল মদসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply