সিলেটের কথা ::: ১৩ জুলাই আনুমানিক সকাল ৯টায় সিলেটের কাজিরবাজারস্থ একটি ঘরোয়া হোটেলে ‘চা দিতে দেরি হবে’ বলায় সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুমন মিয়া (২২) নামে এক হোটেল কর্মচারীকে ছুরি মেরে হত্যা করে দুষ্কৃতিকারীরা। ঘটনার তাৎক্ষণিক সন্ধ্যায় সিলেট নগরীর মাহমুদ শাহ শপিং সেন্টারে সংগঠনের জেলা কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো: ইউসুফ জামিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সফর আলী খানের পরিচালনায়,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এস এম নুরুল হুদা সালেহ, এসময় উপস্থিত ছিলেন, মহানগর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমির আলী, জেলা সহ সভাপতি মো: শাহ আলম, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মো: খলিল মিয়া, মো: মোজাম্মেল আলী, মো: তারেক, বিল্লাল হোসেন, মো: আমিন উল্লাহ আলামিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, হোটেল শ্রমিকদের জীবনে এটি নতুন কোনো বিষয় নয়। প্রায়শই এরকম তুচ্ছ ঘটনা, চাকুরি ক্ষেত্রে নিরাপত্তার অভাবে অনেক হোটেল শ্রমিককে মৃত্যুর শিকার হতে হয়। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে চাকুরি নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখলেও প্রতিনিয়ত মালিক সরকার ও কতিপয় সন্ত্রাসীদের ধারা মারধর এমনকি হত্যার শিকার হতে হয়। নেতৃবৃন্দ নিহত রুমনের খুনীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও নিহতের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের প্রেক্ষিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।
Leave a Reply