1. admin@sylheterkotha.com : admin :
July 13, 2025, 11:41 pm
Title :
শহীদ সাংবাদিক তুরাবের স্মরণসভায় বিভাগীয় কমিশনার হোটেল শ্রমিক হত্যার নিন্দা ও ক্ষোভ প্রকাশ-সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা চা দিতে দেরি হওয়ায় রেস্টুরেস্টু কর্মচারীকে হত্যা: ৫ জনের নামে মামলা, প্রধান আসামি গ্রেপ্তার সরকারের ভেতরে আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে আছে সিলেট জাহিদ হোসেন বিয়ানীবাজার দুবাগ ইউনিয়ন বিএনপির শোকসভা ও দোয়া মাহফিল পাথর মেরে হত্যাযজ্ঞ আইয়্যামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে–হাফিজ মাওলনা মাহমুদুল হাসান বিএসএফ ও বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে হস্তান্তর সিলেট অঞ্চল জামায়াতের প্রস্তুতি সভা খাদিমনগর ইউনিয়ন খেলাফত মজলিসের শাখা পূর্ণগঠন সিলেটের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থীতা ঘোষণা

হোটেল শ্রমিক হত্যার নিন্দা ও ক্ষোভ প্রকাশ-সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা

  • Update Time : Sunday, July 13, 2025
  • 59 Time View

সিলেটের কথা ::: ১৩ জুলাই আনুমানিক সকাল ৯টায় সিলেটের কাজিরবাজারস্থ একটি ঘরোয়া হোটেলে ‘চা দিতে দেরি হবে’ বলায় সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রুমন মিয়া (২২) নামে এক হোটেল কর্মচারীকে ছুরি মেরে হত্যা করে দুষ্কৃতিকারীরা। ঘটনার তাৎক্ষণিক সন্ধ্যায় সিলেট নগরীর মাহমুদ শাহ শপিং সেন্টারে সংগঠনের জেলা কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মো: ইউসুফ জামিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সফর আলী খানের পরিচালনায়,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এস এম নুরুল হুদা সালেহ, এসময় উপস্থিত ছিলেন, মহানগর কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমির আলী, জেলা সহ সভাপতি মো: শাহ আলম, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মো: খলিল মিয়া, মো: মোজাম্মেল আলী, মো: তারেক, বিল্লাল হোসেন, মো: আমিন উল্লাহ আলামিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, হোটেল শ্রমিকদের জীবনে এটি নতুন কোনো বিষয় নয়। প্রায়শই এরকম তুচ্ছ ঘটনা, চাকুরি ক্ষেত্রে নিরাপত্তার অভাবে অনেক হোটেল শ্রমিককে মৃত্যুর শিকার হতে হয়। সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে চাকুরি নিশ্চয়তা, জীবনের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখলেও প্রতিনিয়ত মালিক সরকার ও কতিপয় সন্ত্রাসীদের ধারা মারধর এমনকি হত্যার শিকার হতে হয়। নেতৃবৃন্দ নিহত রুমনের খুনীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও নিহতের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদানের প্রেক্ষিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews