সিলেটের কথা ::: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বাদ আসর নগরীর বন্দরবাজার থেকে শুরু করে বন্দর বাজার, কোর্ট পয়েন্ট, মধুবন মার্কেটের, জিন্দাবাজার হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সামেবেশর মাধ্যমে শেষ হয়।
ইসলামী যুব আন্দোল বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল হকের সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মুফতী শরাফত উল্লাহ আরফান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা শাহিদুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি। তিনি তার বক্তব্যে বলেন, মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ চাঁদা না দেওয়াতে পাথর মেয়ে তাকে হত্যা করে। এ বর্বরোচিত হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। না হয় অভ্যন্তরীণ সরকার অযোগ্য হিসাবে ঘোষিত হবে। আর যদি এ বিষয়ে সুস্পষ্ট সমাধান না আসলে তাহলে আমরা বুঝে নেব অভ্যন্তরীণ সরকার কারো ইঙ্গিতে চলছে। পরিশেষে ব্যর্থ সরকার হিসাবে চিহ্নিত হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতী সাইদ আহমেদ। বিক্ষোভ সমাবেশে ও মিছিলে উপস্থিত ছিলেন মহানগর যুব আন্দোলনের সভাপতি মুহা. জাকির হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মুফতি আবু তাহের মিছবাহ, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সূরা সদস্য আরিফুল ইসলাম শামীম, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি আল বাবুল হক চৌধুরী, নগর ছাত্র আন্দোলনের সভাপতি সাব্বির আহমদ তপু, যুব আন্দোলন জেলা সহ-সভাপতি মুহা. আনিসুর রহমান, নগর সহ-সভাপতি মুহাম্মাদ আবুল হোসেন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ নোমান ফাহাদ সহ জেলা ও মহানগর যুব আন্দোলনের কমিটির দায়িত্বশীলগণ।
Leave a Reply