সিলেটের কথা ::: ৯ জুলাই ২০২৫ বুধবার, শ্রিমঙ্গল আনসার ব্যাটালিয়ন, কালাপুর, মৌলভীবাজার-এ পুরুষ সদস্যদের জন্য পরিচালিত মোটর ড্রাইভিং ও মেকানিক্স প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।
অনুষ্ঠানে উপমহাপরিচালক, প্রশিক্ষণপ্রাপ্ত সকল প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞানকে ব্যক্তি উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের মাধ্যমে কাজে লাগানোর আহবান জানান, যাতে বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখা যায়।
তিনি বাহিনীর মহাপরিচালকের একটি দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন, যেখানে পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে ভিডিপি সদস্যদের দক্ষ করে গড়ে তোলা এবং জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার লক্ষ্যে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশে দক্ষ চালকের ঘাটতি রয়েছে—তাই একজন দক্ষ চালক হওয়া অত্যন্ত জরুরি।বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দক্ষ, পেশাদার ও মানবিক চালক তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন দক্ষ চালক হওয়া জরুরি। তবে তার চেয়েও একজন ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী বিনয়ী, ভদ্র, নম্র, সদয়, বিবেচক, সৎ, সহানুভূতিশীল ও সহমর্মী হওয়ার অনুরোধ জানান। তিনি উল্লেখ করেন, আমাদের দেশের চালকদের মাঝে এই মানবিক গুণাবলির অভাব অনেকটাই লক্ষণীয়।
উপমহাপরিচালক , বাহিনীর মহাপরিচালকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন তিনি এই ধরনের আধুনিক, স্মার্ট ও সময়োপযোগী টেকনিক্যাল প্রশিক্ষণের আয়োজন করেছেন, যা প্রশিক্ষণার্থীদের আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ এনামুল খান, বিভিএমএস, পরিচালক শ্রিমঙ্গল আনসার ব্যাটালিয়ন, মৌলভীবাজার।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ শাহনেওয়াজ হোসেন, জেলা কমান্ড্যান্ট, মৌলভীবাজার এবং জাহিদ হোসেন, সহকারী পরিচালক, শ্রিমঙ্গল আনসার ব্যাটালিয়ন।
উল্লেখ্য, প্রশিক্ষণের প্রথম পর্যায়ে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী সফলভাবে কোর্স সম্পন্ন করেন। তারা বিআরটিএ লাইসেন্সিং পরীক্ষার নির্ধারিত তারিখের চার দিন আগে এসে অনুশীলন ও প্রস্তুতির জন্য উপস্থিত থাকবেন।
সমস্ত প্রশিক্ষণার্থী শান্তিপূর্ণ পরিবেশে কোর্সটি সফলভাবে শেষ করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন এবং মহাপরিচালকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply