সিলেটের কথা :: যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওয়ান টু ওয়ান শেষ হয়েছে।
শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে দেড় ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষ হয়। দুপুর ২টায় লন্ডনের ডরচেস্টার হোটেলে এই বৈঠক শুরু হয়।
এর আগে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর ১টায় বাসা থেকে বের হন।
এদিকে বৈঠক নিয়ে বিএনপি তো বটেই বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, বিশিষ্ট ব্যক্তিরা বর্তমান বাস্তবতার নিরিখে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরছেন।
কৌতূহল রয়েছে সাধারণ মানুষেরও। বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এ দুই ব্যক্তির একান্ত বৈঠক থেকে কী ফলাফল তা দেখার অপেক্ষায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সরকারপ্রধানের সঙ্গে বিএনপির শীর্ষ নেতার এ বৈঠক নিয়ে শুধু দেশেই নয়, বিদেশেও আগ্রহ তৈরি হয়েছে।
Leave a Reply