1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
December 16, 2025, 4:55 pm
Title :
মহান বিজয় দিবসে সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের বিজয়ের পতাকা মিছিল সিলেট-তামাবিল সড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২ মহান বিজয় দিবসে সিসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন মহান বিজয় দিবসে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি ধানের শীষেই জনগণের রায় প্রতিফলিত হবে : অ্যাড. এমরান চৌধুরী মহান বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন কালে খন্দকার মুক্তাদির সিলেট জিন্দাবাজার থেকে লাশ উদ্ধার মহান বিজয় দিবসে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গোয়াইনঘাটে মহান বিজয় দিবস পালিত সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তারেক রহমান

সিলেটে ‘বন্ধ্যাত্ব জয়’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • Update Time : Sunday, April 13, 2025
  • 86 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা :: আন্তর্জাতিক চিকিৎসা উপদেষ্টা এবং ইয়েলো ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টারের ভারতের চিকিৎসক ডা. শাবানা খাতুন বলেছেন, “বন্ধ্যাত্ব কোনো রোগ বা অভিশাপ নয়, এটি একটি চিকিৎসাযোগ্য শারীরিক অবস্থা। আধুনিক চিকিৎসা পদ্ধতির কারণে আজ এটি পুরোপুরি নিরাময়যোগ্য। তবে প্রয়োজন যথাসময়ে চিকিৎসা গ্রহণ এবং সচেতনতা।”
তিনি আরও বলেন, “অনেক সময় দেরিতে বিয়ে, অনিয়মিত জীবনযাপন, পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) থাইরয়েড সমস্যা এবং পুরুষদের শুক্রাণুজনিত জটিলতা বন্ধ্যাত্বের মূল কারণ হয়ে দাঁড়ায়। এসব বিষয়ে সময়মতো চিকিৎসা গ্রহণ করলে মা হওয়ার স্বপ্ন বাস্তবে পরিণত করা সম্ভব।”
রবিবার (১৩ এপ্রিল) সিলেট শহরের জেল রোডস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে “বন্ধ্যাত্ব জয়” শীর্ষক একটি বিশেষ সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এই সেমিনারটি যৌথভাবে আয়োজন করে সিলেট মেডিকেয়ার এবং ভারতের গুরগাঁও-দিল্লিভিত্তিক ইয়েলো ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টার। সহযোগিতা করে মেডিবন্ধু এমভিটি স্কিল ডেভেলপমেন্ট উইং।
এ সময় বাংলাদেশের স্থানীয় চিকিৎসক ও সংশ্লিষ্টদের উন্নত ও আধুনিক আইভিএফ চিকিৎসা গ্রহণে প্রয়োজনীয় ট্রেইনিং এবং ক্লিনিক্যাল কর্মশালা আয়োজনের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ইয়েলো ফার্টিলিটি ও আইভিএফ সেন্টার কর্তৃপক্ষ। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণ, উন্নত আইভিএফ চিকিৎসায় বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণে সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইয়েলো ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ সেন্টার গুরগাঁও দিল্লির প্রতিনিধি সুরজিৎ কুমার। সেমিনারে নন-ক্লিনিকাল পার্ট নিয়ে বিশেষ বক্তব্য দেন বিশিষ্ট এমভিটি ট্রেইনার এবং মেডিবন্ধু চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও সিইও, আন্তর্জাতিক মেডিকেল টুরিজম বিশেষজ্ঞ সুকদেব সাহা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিলেট মেডিকেয়ারের ফাউন্ডার রেদা মঈন রেজা। এতে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডার সদস্য চৌধুরী নুর তামাম, আব্দুল করিম জোনাক এবং খালেদ শাহরিয়ার মুমিত। বিভিন্ন সংস্থার কর্মকর্তা, স্থানীয় হাসপাতাল প্রতিনিধি ও সুধীজনরা এতে অংশগ্রহণ করেন। সেমিনারে অংশগ্রহণকারী অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, সিলেট মেডিকেয়ার একটি স্বাস্থ্যসেবা ফ্যাসিলিটেশন সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান, যারা বাংলাদেশি রোগীদের উন্নতমানের চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসা গ্রহণে সহায়তা করে থাকে। প্রতিষ্ঠানটি ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, ইরান, ও তুরস্কসহ বিভিন্ন দেশে চিকিৎসা নিতে আগ্রহী রোগীদের জন্য সবধরনের পরামর্শ, যোগাযোগ এবং সহযোগিতা প্রদান করে।
বিদেশে উন্নত চিকিৎসা নিতে আগ্রহীরা সরাসরি যোগাযোগ করতে পারেন সিলেট বন্দরবাজারের রং মহল টাওয়ারে অবস্থিত সিলেট মেডিকেয়ারের অফিসে অথবা নিচের নম্বরগুলোতে—
০১৮৯৩-৮৯১২১২, ০১৯৮৯-৯৯৫০৪৭, ০১৭১৫-০২৯০১৮। সিলেটের রোগী ও চিকিৎসকদের জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সিলেট মেডিকেয়ার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!