1. admin@sylheterkotha.com : admin :
July 12, 2025, 3:55 am
Title :
সিলেটের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থীতা ঘোষণা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচিতে মিফতাহ্ সিদ্দিকী সিলেট মহানগর জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ পরিবেশ দিবস উপলক্ষে জাফলংকে পর্যটকবান্ধব করে গড়ে তুলতে পরিচ্ছন্নতা অভিযান সিলেট বিভাগের ২ জনসহ ১৮ বিচারক বাধ্যতামূলক অবসরে সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ২ কোটি টাকার চোরাচালান জব্দ মধ্যনগরের বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় থেকে পাস করেছে ৯২.৩৯ শতাংশ খালাস পেলেন বদরুজ্জামান সেলিমসহ বিএনপির ৭০ নেতাকর্মী এসএসসিতে সিলেটে পাসের হার ৬৮.৫৭, জিপিএ-৫ পেয়েছে ৩৬১৪ জন তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা সরকারি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন

বোরহান উদ্দিন সোসাইটির সিলেট বিভাগীয় মানসিক ভারসাম্যহীনদের জন্য সেবা কর্মসূচি উদ্বোধন

  • Update Time : Tuesday, April 15, 2025
  • 28 Time View

সিলেটের কথা :: মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর উদ্যোগে গত ১২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, সকাল ১০ টায় সিলেট রেলস্টেশন প্রাঙ্গনে সিলেট বিভাগীয় মানসিক ভারসাম্যহীনদের সেবা কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এর অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মৃগেন কুমার দাস চৌধুরী,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর সৈয়দ আশরাফুর রহমান, সিলেট মহানগর এর পিপি এডভোকেট বদরুল আহমেদ চৌধুরী, প্রেসক্লাব সিলেট এর সভাপতি ইকরামুল কবির,, সিলেট বিভাগ গণদাবি পরিষদ এর সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল(সিউমেকহা) শিশু বিভাগের রেজিস্ট্রার ডাঃ নিজাম আহমদ চৌধুরী।
মানসিক ভারসাম্যহীনদেরকে চুল নখ কেটে দেওয়া,গোসল করানো, নতুন কাপড় পরিধান, ভালো মানের খাবার খাওয়ানো, প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। মানবিক কর্মসূচিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন যুগ্ন অর্থসচিব কামরান চৌধুরী, যুগ্ন দপ্তর সচিব আব্দুস সোবহান দেওয়ান জেলা মানষিক ভারসাম্যহীন সেবা কর্মসূচির সহকারী টিম লিডার রেজাউল করিম রাফি,নির্বাহী পরিচাল ফাইয়ান আহমদ,মীর ইয়ামীন, মনির উদ্দিন আহমদ, ইশতিয়াক আহমদ চৌধুরী, কানরান আহমদ,রেদওয়ান আহমদ ছামী, নাজমুল হাসান,সাব্বির আহমেদ প্রমুখ।
আমাদের চারপাশে এইসব মানসিক ভারসাম্যহীন মানুষগুলো অবহেলায় আর অযত্নে পড়ে আছে, তারাও কিন্তু আমাদের মতই মানুষ, একসময় তাদের জীবনও ছিল সাজানো-গোছানো, জীবনকে নিয়ে তারা অনেক স্বপ্ন দেখেছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজকে পরিবার-পরিজন ও আপন জনের ভালবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তার বাসিন্দা, কেউ খাওয়ালে খায়, না হলে না খেয়ে থাকতে হয় দিন কি দিন, বিশ্রামের জন্যও নেই কোন নির্দিষ্ট জায়গা,বরং সমাজের মানুষ তাদেরকে পাগল বলে অবহেলা করে চলছে। আমরা তাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে একটা বিষয় লক্ষ্য করছি যে প্রথম দিকে তারা আমাদের এই সেবা নিতে অস্বীকৃতি জানায়, আসতে চায় না কিন্তু এনে যখন পরিষ্কার করে গোসল করানো হয়, খাবার খাওয়ানো হয় তখন তারা অনেকটা স্বাভাবিক আচরণ করে। তাই আমরা মনে করি তাদেরকে ঠিকমতো পরিচর্যা ও চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করলে অনেকটা সুস্থ করা সম্ভব।
শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার উদ্যোগে দীর্ঘদিন ধরে চলমান আছে এইসব মানসিক ভারসাম্যহীন মানুষের জন্য এই মানবিক সেবা কর্মসূচি ।
আমাদের এই মানবিক কর্মসূচি বিভাগীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই আয়োজন পুরো বিভাগ ব্যাপি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে সবার সহযোগিতা পেলে এইসব মানসিক ভারসাম্যহীনদের জন্য পূর্ণবাসন কেন্দ্র প্রতিষ্ঠা করতে চায় শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews