সিলেটের কথা ::: সিলেটে নানা আয়োজনের মধ্য দিয়েু পালিত হয়েছে যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের শুভ ১৩৮তম আবির্ভাব বর্ষ-স্মরণ মহোৎসব। মহোৎসব উপলক্ষে শুক্রবার (১৯ ডিসেম্বর) নগরীর দাড়িয়াপাড়াস্থ স্নেহচরণ প্রার্থনালয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে স্নেহচরণ প্রার্থনালয়ের সদস্যবৃন্দ এবং সৎসঙ্গ সিলেট জেলা শাখা।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা, পূজার্চ্চনা ও যজ্ঞ, জাতীয় পতাকা ও সৎসঙ্গ পতাকা উত্তোলন, মাতৃসম্মেলন, মহাপ্রসাদ বিতরণ, ধর্মসভা এবং শ্রীশ্রীঠাকুরের প্রতিকৃতিসহ নগর পরিক্রমা। সকাল ১০টায় দাড়িয়াপাড়াস্থ স্নেহচরণ প্রার্থনালয় থেকে র্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দুপুরে অনুষ্টিত ধর্মসভায় সভাপতিত্ব করেন সৎসঙ্গ সিলেট জেলা শাখার সভাপতি শ্রী চন্দন সাহা। সৎসঙ্গ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রাসেন্দ্র নারায়ন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সৎসঙ্গের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট বিকাশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক তাপস বর্মণ, ঋত্বিক পরিষদের সচিব নিরঞ্জন দেবনাথ, সৎসঙ্গের সহ-সম্পাদক সৌমিত্র মজুমদার পলাশ, প্রচার সম্পাদক হীরণময় ঘোষ, মৃত্যুঞ্জয় চক্রবর্ত্তী, স্বরূপ চন্দ্র দাস, ননীভূষণ দত্ত পানু, ফনিভূষণ বণিক, কিংশুক মন্ডল, নগেন্দ্র দাস, বীরেন্দ্র তালুকদার, গোপেন্দ্র চন্দ্র দে, রবীন্দ্র রায়, উত্তম সরকার ও উত্তম চন্দ্র দে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৎসঙ্গ সিলেট জেলা শাখার সহ-সভাপতি সুকেশ রঞ্জন দাস, সহ-সম্পাদক অচিন্ত্য কুমার রায়, সাংগঠনিক সম্পাদক দীপন রায়, কোষাধ্যক্ষ দেবাংশু রঞ্জন তালুকদার, দপ্তর সম্পাদক রানা বিশ^াস, প্রচার সম্পাদক বিপ্রেশ রায়, অধীর রায়, তমাল রায়, তরুণ রায়, বিজিত রায়, সঞ্জয় রায়, ঋদ্ধিমান রায়, সামন্ত তালুকদার, দীগেন্দ্র তালুকদার, অয়ন রায়, রাকিব রায়, বিদ্যুৎ প্রভা সাহা, পাপিয়া রানী সাহা, স্মৃতি তালুকদার, অমিত, রমন, ঈশিতা রায়, মনিকা রায়, সুমা রায় প্রমুখ।
Leave a Reply