সিলেটের কথা ::: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করেছে সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড। এর মধ্যে রয়েছে- জাতীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধাঞ্জলি অর্পন, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় ক্লাব প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়। সকাল ৭টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। সকাল ১১টায় ক্লাব প্রাঙ্গণে ক্লাব সদস্য ও পরিবারের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বিকেল ৩টায় বিজয় দিবসের খেলাধুলার পুরস্কার বিতরণ ও বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের সভাপতি শাহ মো. মোসাহিদ আলী এডভোকেট এর সভাপতিত্বে ও পরিচালক ক্রীড়া বিভাগ কামাল হাসান এর পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট ডা. বনদীপ লাল দাস, পরিচালক অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ এ এস সিরাজুল হক চৌধুরী, পরিচালক ব্যবস্থাপনা ও বিনোদন বিভাগ আব্দুল্লাহ আহমদ, পরিচালক সাংস্কৃতিক বিভাগ এ এম মিজানুর রহমান, পরিচালক আপ্যায়ন বিভাগ রাফি ইব্রাহিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য সামুন মাহমুদ খান, আলহাজ্ব আতাউর রহমান, জিয়াউল হক জিয়া, সাবেক প্রেসিডেন্ট এডভোকেট নূরুদ্দীন আহমদ, মঞ্জুর আহমদ চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের অন্যতম গৌরবময় ও তাৎপর্যপূর্ণ দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, অগণিত শহীদের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের অসীম সাহসিকতার মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের কাছে কেবল একটি উৎসবের দিন নয়; বরং এটি দায়িত্ব, চেতনা ও অঙ্গীকারের প্রতীক।
বক্তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে জাতির সম্মিলিত নেতৃত্ব, দৃঢ়তা ও ত্যাগের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীনতার চূড়ান্ত বিজয় অর্জন করে এবং সেই চেতনা ধারণ করেই দেশ ও সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি
Leave a Reply