1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
December 16, 2025, 8:54 am

নাগরিক পরিসর, ভৌত ও ডিজিটাল নিরাপত্তা এবং অপতথ্য মোকাবেলা’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

  • Update Time : Tuesday, November 4, 2025
  • 25 Time View

Manual4 Ad Code

সিলেটের কথা ::: স্বাধীনতা প্রকল্পের আওতায় ‘নাগরিক পরিসর, ভৌত ও ডিজিটাল নিরাপত্তা এবং অপতথ্য মোকাবেলা’ শীর্ষক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) শাহজালাল উপশহরের এনজিও ফোরাম মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

এই প্রশিক্ষণ আয়োজন করে রিলায়েন্ট উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরডব্লিউডিও)। প্রশিক্ষণটি বাস্তবায়নে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, আর পুরো আয়োজনটি অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন ।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল তরুণ সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সামাজিক কর্মীদের নাগরিক পরিসর, ডিজিটাল নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা এবং অপতথ্য মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করা। একই সঙ্গে অংশগ্রহণকারীদের ডিজিটাল নাগরিক হিসেবে নিরাপদ ও দায়িত্বশীল আচরণে উদ্বুদ্ধ করা।

Manual5 Ad Code

তিনদিনব্যাপী এই প্রশিক্ষণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্র্যাকটিস সেশন অনুষ্ঠিত হয়। আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল— মানবাধিকার ও সার্বজনীন মানবাধিকার সনদ, মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক নাগরিক পরিসর, জেন্ডারভিত্তিক সহিংসতা, প্রযুক্তিনির্ভর সহিংসতা ও অনলাইন হয়রানি, বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার ও আইনি কাঠামো, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল অধিকার ও ডিজিটাল আচরণ, সোশ্যাল মিডিয়া ব্যবহারের সুফল ও কুফল, ফেসবুক নেটওয়ার্কিং, ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্যের প্রভাব, ফ্যাক্ট চেকিং, তথ্য যাচাইয়ের কৌশল ও নিরাপদ অনলাইন অংশগ্রহণ, ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সুরক্ষা নীতিমালা, সঞ্চালন দক্ষতা ও নেতৃত্ব বিকাশ। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিভিন্ন দলীয় কার্যক্রম, উপস্থাপনা, বাস্তব উদাহরণ ও সিমুলেশন অনুশীলনের মাধ্যমে বিষয়গুলো গভীরভাবে অনুধাবন করেন।

Manual4 Ad Code

অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে তারা ডিজিটাল অধিকার, নিরাপত্তা ও অপতথ্য মোকাবেলায় নতুন ধারণা পেয়েছেন। এক অংশগ্রহণকারী বলেন, “বর্তমান সময়ে ডিজিটাল পরিসরে যে চ্যালেঞ্জগুলো দেখা দিচ্ছে, সেগুলো মোকাবেলায় এই প্রশিক্ষণ আমাদের বাস্তব জীবনে সহায়ক হবে।” “অপতথ্য যাচাই ও নিরাপদ অনলাইন উপস্থিতি বজায় রাখার বিষয়ে আমরা যেভাবে হাতে-কলমে শিখেছি, তা আমাদের পেশাগত জীবনে অনেক কাজে লাগবে।”

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও আয়োজক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণকারীদের হাতে প্রশিক্ষণ সনদ তুলে দেন। বক্তারা বলেন, স্বাধীন মত প্রকাশ, মানবাধিকার ও ডিজিটাল নিরাপত্তা রক্ষা করতে হলে সমাজের প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয়েছে, তা অংশগ্রহণকারীরা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা সৃষ্টি, মানবাধিকার সংরক্ষণে নেতৃত্ব বিকাশ এবং একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও দায়িত্বশীল ডিজিটাল সমাজ গঠনের উদ্যোগকে আরও শক্তিশালী করেছে বলে আয়োজকরা মনে করেন।

Manual3 Ad Code

প্রশিক্ষক হিসেবে ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার মো. মঞ্জুরুল আলম, ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার মো. মহসিন রেজা, প্রজেক্ট ফোকাল মো. জাহিদুল ইসলাম রশিদ, একাউন্স অফিসার নাহরিন সুলতানা, সোস্যাল অফিসার তামান্না আক্তার, প্রকল্প কর্মকর্তা বাবুল কুমার সিংহ।

সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে আগত ১৬ জন পুরুষ ও ১৬ জন নারীসহ মোট ৩২ জন প্রশিক্ষণার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!