সিলেটের কথা ::: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি দেশ ও জনগণের অধিকার পুনরুদ্ধারে লড়াই করে যাচ্ছে। এই লড়াই শুধু দলের নয়, দেশের প্রতিটি নারীর, প্রতিটি নাগরিকের। আজ নারীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। এহেন অবস্থা থেকে মুক্তি পেতে আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে।
তিনি আরো বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নারীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। আগামী দিনে দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে- এই বিশ্বাসে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর ক্ষেত্রীপাড়া এলাকায় সিলেট মহানগর ২ ও ৩নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে বিভিন্ন শ্রেণীপেশার মহিলাদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলাতানা ডেইজি এর সভাপতিত্বে ও নুরুল ইসলাম লিমন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাছিম হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মজুমদার, মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা জামান রুজি, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুম রাজ্জাক রুমেল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ইবনে জাহান তানভীর, ২নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি কালিপদ সুত্র ধর, মহানগর যুবদল নেতা রিয়াজুল ইসলাম সোহেল, ২নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক আহমদ।
বক্তব্য রাখেন মহানগর মহিলা দলের সহ সভাপতি আছমা আলম, তানিয়া আক্তার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাফিয়া খাতুন মনি, যুগ্ম সাধারণ সম্পাদক রিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক হাফসা বেগম, ২নং ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার, ৩নং ওয়ার্ডের সহ সভাপতি সাহিমা আক্তার সিমা, ফাতেমা আক্তার মুন্নি, সুবর্ণ আক্তার শোভা, মারজানা আক্তার টুম্পা, সুমা বেগম, ইয়াসমিন আক্তার, মো. সোনিয়া আক্তার, কলি আক্তার মিম, দিলারা বেগম, মৌসুমী বেগম, রুবিনা আক্তার, শারমিন আক্তার, চম্পা আক্তার, রোকেয়া বেগম, শানু বেগম, সুফরা বেগম, সাজেদা বেগম, হাজেরা বেগম, ইয়াছমিন আক্তার, তাসলিমা, রিনা আক্তার, আসমা আলম, তানিয়া রহমান, হাকসা বেগম, মুন্না পাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গ্রীস যুবদল নেতা আল আমিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালেহ আহমদ গেদা, মুফতি রায়হান উদ্দিন মুন্না, সাফিয়া খাতুন মনি, আদনান আহমদ, শাহীন আহমদ, ইলিয়াছ আলী, সেলিম আহমদ, আজিজ সামাদ খান সোহেল, রঞ্জন আচার্য্য রবিন, ৩নং ওয়ার্ড সভাপতি রুমেনা আক্তার, সেক্রেটারী রুমী, ময়মুন নেছা, পারভিন আক্তার, শামীম খাঁন মুহিন, জেলা যুবদল নেতা আবেদ আলী প্রমুখ। বিজ্ঞপ্তি
Leave a Reply