1. admin@sylheterkotha.com : admin :
October 19, 2025, 2:55 pm
Title :
৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কামালবাজারে আলোচনা সভায়-এম এ মালিক সিলেটের বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় লিফলেট বিতরণ সিলেটে সৃজনঘর’র ‘তারুণ্যের মাহফিল’ অনুষ্ঠিত হকারমুক্ত সিলেটে অভিযানে-নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা তৃণমূল পর্যায়ে সংগঠনের দাওয়াতি কার্যক্রম জোরদার করতে হবে–মাওলানা জালালী পথচারীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা কার্যক্রম জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে: কয়েস লোদী রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে-সিলেটে ইসি আনোয়ারুল পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা ও মোগলাবাজার শাখার বিজয়া পূনর্মিলনী সম্পন্ন সিলেটে নামলো ঢাকার ফ্লাইট : শাহজালাল বিমানবন্দরে আগুন শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত -তারেক রহমান

বিয়ানীবাজারে ৩১ দফার পক্ষে জনমত গঠনে লক্ষ্যে গণমিছিল ও সমাবেশ

  • Update Time : Sunday, October 5, 2025
  • 15 Time View

সিলেটের কথা ::: সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট-৬ আসনের জনগণ যদি আমাকে তাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তবে আমি এই অঞ্চলের উন্নয়ন ও জনসেবায় নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত রাখবো। মানুষের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবো। তিনি বলেন, সিলেট-৬ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার। জনগণের কল্যাণই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি নির্বাচিত হই বা না হই, সিলেট ৬ আসনের মানুষের কল্যাণে কাজ করে যাবো।
তিনি আরও বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ভয়-ভীতির রাজনীতি নয়, বরং জনগণের ইচ্ছাই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রত্যেককে তৃণমূলের মানুষের কাছে এই ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে। জনগণকে বোঝাতে হবে, এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, দেশের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলায় ৩১ দফা বাস্তবায়নের ডাক ছড়িয়ে দিতে হবে। যতদিন না জনগণের ভোটাধিকার ফেরত আসে, ততদিন আমাদের আন্দোলন চলবে। তিনি গণমিছিলে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই ঐক্যই আমাদের বিজয়ের মূল শক্তি।
রবিবার (৫ অক্টোবর) বিকেলে বিয়ানীবাজার পয়েন্টে ৩১ দফার পক্ষে জনমত গঠনে লক্ষ্যে গণমিছিল পরবর্তী বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গণমিছিলটি বিয়ানীবাজার উপজেলা সদরের পিএইচজি হাইস্কুল মাঠ থেকে শুরু হয়। এসময় বিয়ানীবাজার উপজেলার সকল ইউনিয়ন, পৌর এবং এলাকার সকল ওয়ার্ডের বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী ৩১ দফার পক্ষে ব্যানার, ফেস্টুন ও লিফলেট হাতে নিয়ে মিছিলে অংশ করেন।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট জুবায়ের খান, ডা: আব্দুল গফুর, হাসান ইমাদ, সিরাজুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান, হারুনুর রশিদ, সৈয়দ মুয়াজ্জেম হোসেন, ফয়সল উদ্দিন, পৌর বিএনপির সাবেক আহবায়ক নুরুল হুদা বাবুল, সহ সভাপতি আলফাস উদ্দিন, কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম সাইফুর রহমান, উপজেলা বিএনপি নেতা অলিউর রহমান নাসের, নাজিম উদ্দীন, জালাল উদ্দিন, সায়েক চৌধুরী, নুরুল কিবরিয়া, জাকারিয়া আহমদ, আব্দুল মুকিত, শামীম আহমদ, শিপলু আহমদ, আব্দুস শুকুর, আব্দুল মান্নান, পৌর শ্রমিকদল নেতা আকিল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বাবর আহমদ চৌধুরী, জামিল আহমদ চৌধুরী, মিজাউর রহমান শামু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী ইমন, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদল সহ-সভাপতি শাহেদ আহমদ আবির, সাংগঠনিক সম্পাদক আবিদ রেজা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আনহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সেলিম, রিপন আহমেদ মাস্টার, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জামিল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বাযক দেলোয়ার হোসেন চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, জেলা ছাত্রদল সহ সভাপতি কামরুজ্জামান জোনাক, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সভাপতি সুহেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews

Follow for More!