1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
December 16, 2025, 2:31 pm

টেকনাফে নারী-শিশুসহ ২১ জনকে উদ্ধার, পাচারকারীরা পলাতক

  • Update Time : Thursday, October 2, 2025
  • 37 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: কক্সবাজারের টেকনাফে সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি রাখা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় টেকনাফের বাহারছড়া ইউনিয়নের করাচি পাড়ার ঘাট সংলগ্ন একটি ঘরে নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি করে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ২১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও পাচারকারীরা পালিয়ে যায়।

Manual7 Ad Code

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মানবপাচার রোধে কোস্টগার্ড ও নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। যারা পালিয়ে গেছে, তাদের গ্রেপ্তারের জন্য তৎপরতা জোরদার করা হয়েছে।

Manual6 Ad Code

উল্লেখ্য, টেকনাফ উপকূলে নিয়মিতভাবেই সাগর পথে অবৈধভাবে মানুষ পাচারের ঘটনা ঘটে আসছে। নিরাপদ ও বৈধ পথে অভিবাসন নিশ্চিত করতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!