সিলেটের কথা ::: কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পানির চাপ বেড়ে যাওয়ায় ফের খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের সবগুলো ১৬টি স্পিলওয়ে গেট।
বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা থেকে প্রতিটি গেট সাড়ে ৩ ফুট করে খোলা হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৬৩ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে।
একইসঙ্গে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট সচল রেখে ২২০ থেকে ২২২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এতে আরও প্রায় ৩২ হাজার কিউসেক পানি নদীতে নিষ্কাশিত হচ্ছে।
কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হ্রদের পানির উচ্চতা বিপদসীমা অতিক্রম করে। বুধবার সকাল ৮টায় পানির উচ্চতা রেকর্ড করা হয় ১০৮ দশমিক ৯০ ফুট মিনস সি লেভেল (এমএসএল), যেখানে ধারণ ক্ষমতা সর্বোচ্চ ১০৯ ফুট এমএসএল। এ অবস্থায় রাত ৩টায় বাধ্য হয়ে সব গেট খুলে দেওয়া হয়।
এর আগে, গত ৫ আগস্ট থেকে শুরু করে ধাপে ধাপে গেট খোলা হয় এবং ৭ আগস্ট সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত খুলে দেওয়া হয়েছিল। তখন কর্ণফুলীতে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হয়। তবে পানির চাপ কমে আসায় ১২ আগস্ট সব গেট বন্ধ করা হয়। ৯ দিন বন্ধ থাকার পর আবার পানির উচ্চতা বেড়ে যাওয়ায় ২০ আগস্ট গেটগুলো খোলা হয়েছিল।
এবারের মতো পানির চাপ অব্যাহত থাকলে আরও কতটুকু পানি ছাড়তে হবে, তা পরিস্থিতির ওপর নির্ভর করবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Leave a Reply