1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
December 15, 2025, 9:08 pm

ভিসা নিয়ে সতর্ক করল ইতালি দূতাবাস

  • Update Time : Wednesday, September 3, 2025
  • 55 Time View

Manual6 Ad Code

সিলেটের কথা ::: কার্টা ব্লু ভিসা নি‌য়ে সতর্কতা দিয়েছেয় ঢাকাস্থ ইতালির দূতাবাস। সোমবার (১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে ইতালির দূতাবাস বলেছে, এক‌টি বৈধ নুলা ওস্তা’র (কাজের অনুমোদন) কোড এল/এন থাক‌লে ইতা‌লির ভিসা পাওয়ার নিশ্চয়তা নেই। কারণ, বাংলাদেশ থেকে কার্টা ব্লু ভিসার ভিসার আবেদনকারীদের মধ্যে এখন পর্যন্ত খুব কমসংখ্যক সফল হয়েছে।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েক মাসে দূতাবাস অসংখ্য ওয়ার্ক ভিসার আবেদন পেয়েছে, যেগুলোর সঙ্গে ‘নুল্লা ওস্তা’ কোড এল/এন সংযুক্ত ছিল। এই নির্দিষ্ট নুল্লা ওস্তা ইতালির অভিবাসন আইন-এর ধারা ২৭-এর ওপর ভিত্তি করে, যা বার্ষিক ফলো ডিক্রি দ্বারা নির্ধারিত কোটার অতিরিক্ত হিসেবে উচ্চ যোগ্যতাসম্পন্ন কর্মীদের (যা ‘কার্টা ব্লু’ নামে পরিচিত) ইতালিতে প্রবেশের অনুমতি দেয়।

Manual4 Ad Code

আর এই বিশেষ ধরনের ভিসা শুধুমাত্র উচ্চ যোগ্যতাসম্পন্ন কর্মীদের জন্য সংরক্ষিত, যাদেরকে উচ্চ যোগ্যতাসম্পন্ন কাজের জন্য নিয়োগ করা হয়। একটি বৈধ নুল্ল ওস্তা কোড এল/এন থাকা মানেই এই ধরনের ভিসা পাওয়া যাবে তার নিশ্চয়তা দেয় না, কারণ এর প্রাপ্যতা প্রমাণ করতে যথাযথ যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।— সতর্কবার্তায় বলে দূতাবাস।

বাংলাদেশ থেকে এ ধরনের ভিসার আবেদনকারীদের মধ্যে এখন পর্যন্ত খুব কমসংখ্যকই সফল হয়েছে। অধিকাংশ আবেদনকারী উক্ত ভিসার জন্য যথাযথ যোগ্য প্রমাণিত না হওয়ায় তাদের সময় ও অর্থ অপচয় হয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

Manual7 Ad Code

ভিসা প্রত্যাশীদের সতর্কতা দিয়ে ইতালির দূতাবাস বলেছে, “আমরা জনসাধারণকে সতর্ক করতে চাই, যেন তারা দালাল বা অবৈধ এজেন্টদের ফাঁদে না পড়েন, যারা নুলা ওস্তা কোড এল/ এন কার্টা ব্লু দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং এ সংক্রান্ত নথি সরবরাহ করে থাকে। এগুলো দিয়ে ইতালিতে প্রবেশ করা সম্ভব নয়, যদি না আবেদনকারীর উপযুক্ত বা যথাযথ কাজের অভিজ্ঞতা ও যোগ্যতা থাকে এবং চাকুরিটি স্পষ্টভাবে উচ্চ যোগ্যতাসম্পন্ন কাজের সঙ্গে সম্পর্কিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!