সিলেটের কথা ::: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একজন বাংলাদেশি নাগরিক ও নারী-শিশুসহ ১৭ জন রোহিঙ্গাকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে।
মঙ্গলবার সকালে সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে শাহবাজপুর চা বাগান এলাকা থেকে তাদের আটক করে বিজিবি নিউ পাল্লাথল বিওপির টহলদল।
গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বাকি ১৭ জন রোহিঙ্গার মধ্যে চারজন পুরুষ, পাঁচজন নারী ও আটজন শিশু। তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক চৌধুরী জানান, ভারত থেকে বিএসএফ কর্তৃক ঠেলে দেওয়া এসব মানুষকে আমাদের টহলদল সীমান্তের ভেতর থেকে আটক করেছে। পরিচয় শনাক্তের পর মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply