আন্তর্জাতিক ডেস্ক ::: গাজা সিটির জেইতুন ও সাবরা মহল্লায় ইসরায়েলি বাহিনীর অভিযানে এক হাজারেরও বেশি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও শত শত মানুষ চাপা পড়ে আছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। সংস্থাটি জানায়, ৬ আগস্ট থেকে শুরু হওয়া সামরিক অভিযানের পর এ পর্যন্ত ভয়াবহ এই ধ্বংসযজ্ঞ ঘটেছে।
রোববার (২৪ আগস্ট) এক বিবৃতিতে সিভিল ডিফেন্স জানায়, টানা গোলাবর্ষণ ও অবরুদ্ধ সড়কের কারণে উদ্ধার ও সহায়তা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
জরুরি সেবাকর্মীরা অসংখ্য নিখোঁজের অভিযোগ পেলেও সাড়া দিতে পারছেন না। অন্যদিকে হাসপাতালে আহত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।
সংস্থাটি আরও বলছে, মাঠ পর্যায়ের দলগুলোর সক্ষমতা এতটাই সীমিত যে তারা ইসরায়েলের অব্যাহত আক্রমণের মোকাবিলা করতে পারছে না। গাজা শহরে ইসরায়েলি সেনাদের ক্রমাগত অগ্রযাত্রা পরিস্থিতিকে আরও শঙ্কাজনক করে তুলছে।
সিভিল ডিফেন্সের ভাষ্য অনুযায়ী, গাজার উত্তর বা দক্ষিণ- কোথাও এখন আর নিরাপদ আশ্রয় নেই। ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র, এমনকি বাস্তুচ্যুত মানুষের শিবিরগুলোতেও নির্বিচারে হামলা চলছে।
এদিকে সাবরা এলাকায় ইসরায়েলি ট্যাঙ্ক প্রবেশ করেছে। ধারণা করা হচ্ছে, পুরো গাজা সিটিকে দখলে নিতে অগ্রসর হচ্ছে ইসরায়েল। এতে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য করা হয়েছে।
Leave a Reply