সংবাদদাতা, মধ্যনগর ::: চলতি বছরের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় মধ্যনগর উপজেলার ১০টি(দশ) মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়। ওই বিদ্যালয়ের ৯২ জন শিক্ষার্থীর মধ্যে ৮৫ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে দুইজন।প্রতিষ্ঠানটির পাসের হার ৯২.৩৯ শতাংশ।
এবার মধ্যনগর উপজেলায় ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮৫১ জন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে ৬০৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। ২৪৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
উপজেলার ১০টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের পাশের হার হচ্ছে, মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয় ৭১.১১,আবিদনগর উচ্চ বিদ্যালয় ৬২.৫০,লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ ৮৫.৭১, মধ্যনগর বিশ্বেশরী উচ্চ বিদ্যালয় ও কলেজ ৬৬.৫৬,গলহা উচ্চ বিদ্যালয় ৭৬.৪৭,একতা জুনিয়র উচ্চ বিদ্যালয় ৮৮.৮৯,বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় ৯২.৩৯, ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয় ৬৮.৬০, মহিষখলা উচ্চ বিদ্যালয় ৭৩.৩৯, চামরদানী উচ্চ বিদ্যালয় ৫৮.১৮।
এদিকে ফলাফল প্রকাশের পর বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের কৃতকার্য শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত হতে দেখা গেছে । এ সময় পুরো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা যায়। দুপুর ২টার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম ফলাফল ঘোষণা করলে ক্লাসরুম থেকে সব শিক্ষার্থীরা বেরিয়ে এসে কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানায়।
ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রধান শিক্ষক মো. মাহবুবুল আলম বলেন, ‘পরীক্ষায় অংশ নেওয়া আমাদের ছাত্র-ছাত্রীরা প্রত্যাশিত ফল অর্জন করেছে। এ অর্জন শিক্ষকদের একনিষ্ঠ প্রচেষ্টা ও শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতার ফলেই সম্ভব হয়েছে।’
তিনি বলেন, কৃতকার্য শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। আর যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য সমবেদনা রইল।
বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য এবিএম জুয়েল তালুকদার বলেন, আমরা যারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবসময় সম্পৃক্ত থাকি, এই ফলাফল আমাদের আনন্দিত ও গর্বিত করেছে। আশাকরি এর ধারাবাহিকতা আগামীদিনেও অব্যহত থাকবে।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, দূর্গম হাওরবেষ্টিত মধ্যনগর উপজেলায় শিক্ষার্থীরা নানান প্রতিকূলতা মোকাবিলা করে পড়াশুনা করে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাই। যারা অকৃতকার্য হয়েছে তাদের প্রতিও সমবেদনা রইল। উপজেলার সেরা ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগনের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষথেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
Leave a Reply