1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
December 22, 2025, 5:48 pm
Title :
সিলেটের ৩টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা সিলেটে কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার: সবশেষ যা জানা গেলো তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে সিলেটে জিল্লুল হক জিল্লু ইউনিটের মিছিল তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও যুক্তরাজ্য বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল আজিজ খান সজিব এর উদ্যোগে সিলেট ৮নং ওয়ার্ডের মহিলাদলের নেতৃবৃন্দের মাঝে উপহার মনিপুরি শাল ও শীতবস্থ হস্তান্তর সিলেট মহানগর যুবদলের মতিবিনিময় সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১৬ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ সিলেটে দুই দিনব্যাপী হাছন উৎসব শুরু ৫ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে সিটি মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পন্ন সিলেট ৩৭ নং ওয়ার্ডে কৃষক দলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিলেন-খন্দকার মুক্তাদির ফুলের মালা পড়িয়ে বরণ

মধ্যনগরের বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় থেকে পাস করেছে ৯২.৩৯ শতাংশ

  • Update Time : Friday, July 11, 2025
  • 99 Time View

Manual7 Ad Code

সংবাদদাতা, মধ্যনগর ::: চলতি বছরের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় মধ্যনগর উপজেলার ১০টি(দশ) মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে সেরা ফলাফল অর্জন করেছে বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়। ওই বিদ্যালয়ের ৯২ জন শিক্ষার্থীর মধ্যে ৮৫ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে দুইজন।প্রতিষ্ঠানটির পাসের হার ৯২.৩৯ শতাংশ।

Manual6 Ad Code

এবার মধ্যনগর উপজেলায় ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮৫১ জন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে ৬০৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। ২৪৪ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

Manual4 Ad Code

উপজেলার ১০টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের পাশের হার হচ্ছে, মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয় ৭১.১১,আবিদনগর উচ্চ বিদ্যালয় ৬২.৫০,লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ ৮৫.৭১, মধ্যনগর বিশ্বেশরী উচ্চ বিদ্যালয় ও কলেজ ৬৬.৫৬,গলহা উচ্চ বিদ্যালয় ৭৬.৪৭,একতা জুনিয়র উচ্চ বিদ্যালয় ৮৮.৮৯,বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয় ৯২.৩৯, ভোলাগঞ্জ সার্বজনীন উচ্চ বিদ্যালয় ৬৮.৬০, মহিষখলা উচ্চ বিদ্যালয় ৭৩.৩৯, চামরদানী উচ্চ বিদ্যালয় ৫৮.১৮।

এদিকে ফলাফল প্রকাশের পর বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের কৃতকার্য শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত হতে দেখা গেছে । এ সময় পুরো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে প্রাণ চাঞ্চল্য দেখা যায়। দুপুর ২টার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম ফলাফল ঘোষণা করলে ক্লাসরুম থেকে সব শিক্ষার্থীরা বেরিয়ে এসে কৃতকার্য শিক্ষার্থীদের অভিনন্দন জানায়।

ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রধান শিক্ষক মো. মাহবুবুল আলম বলেন, ‘পরীক্ষায় অংশ নেওয়া আমাদের ছাত্র-ছাত্রীরা প্রত্যাশিত ফল অর্জন করেছে। এ অর্জন শিক্ষকদের একনিষ্ঠ প্রচেষ্টা ও শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতার ফলেই সম্ভব হয়েছে।’
তিনি বলেন, কৃতকার্য শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। আর যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য সমবেদনা রইল।

বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য এবিএম জুয়েল তালুকদার বলেন, আমরা যারা বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবসময় সম্পৃক্ত থাকি, এই ফলাফল আমাদের আনন্দিত ও গর্বিত করেছে। আশাকরি এর ধারাবাহিকতা আগামীদিনেও অব্যহত থাকবে।

Manual8 Ad Code

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, দূর্গম হাওরবেষ্টিত মধ্যনগর উপজেলায় শিক্ষার্থীরা নানান প্রতিকূলতা মোকাবিলা করে পড়াশুনা করে। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানাই। যারা অকৃতকার্য হয়েছে তাদের প্রতিও সমবেদনা রইল। উপজেলার সেরা ফলাফল অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগনের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষথেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!