সিলেটের কথা ::: সামাজিক মাধ্যমে পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিকার আচরণের কারণে নিরাপত্তায় ভুগছেন জনগণ। বিএনপির পক্ষ থেকে বারবার দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থার নেওয়ার অনুরোধ জানানো হলেও প্রশাসন নির্বিকার।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপির নামে অপপ্রচার চালিয়ে ইচ্ছাকৃতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত চলছে।
এ সময় পুলিশের পোশাক পরে আবারও আওয়ামী লীগের আমলের মত কর্মিসভায় বক্তব্য রাখার সমালোচনা করেন রুহুল কবির রিজভী।
Leave a Reply