1. admin@sylheterkotha.com : admin :
July 4, 2025, 2:44 am
Title :
শাবিপ্রবির ২০৫ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ৭৮ জনকে ফেরত পাঠালো বিএসএফ সিলেট-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুল হক কর্মী নেবে ইতালি, বাংলাদেশিদের জন্য বড় সুযোগ রাজধানীতে সাবেক এমপি নাঈমুর গ্রেফতার জনগণই দেশের মালিক, এটাই গণতন্ত্রের আসল সংজ্ঞা: ইমদাদ চৌধুরী সম্ভাবনাময় বাংলাদেশের জন্য তরুণদের দক্ষ করে তুলতে কাজ করছে বিএনপি: খন্দকার মুক্তাদির আরিফুল হক চৌধুরী’র সাথে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট’র সৌজন্য সাক্ষাত ছাত্রদল নেতা লিটন এর মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ মিছিল

কর্মী নেবে ইতালি, বাংলাদেশিদের জন্য বড় সুযোগ

  • Update Time : Thursday, July 3, 2025
  • 4 Time View

আন্তর্জাতিক ডেস্ক ::: প্রবাস জীবন কষ্টের হলেও ভাগ্য পরিবর্তনের স্বার্থে এদেশের অনেক তরুণের স্বপ্নের জায়গা প্রবাস। একসময় মধ্যপ্রাচ্য ছিল বাংলাদেশি প্রবাসীদের বিশ্বস্ত ঠিকানা। সময় বদলেছে এখন শুধু মধ্যপ্রাচ্য নয় বরং তরুণরা স্বপ্ন বুনছেন ইউরোপ আমেরিকাকে ঘিরেও। গত কয়েক দশকে ইউরোপ আমেরিকাতেও আস্থা , স্বচ্ছতা ও দক্ষতার সাথে কাজ করছে বাংলাদেশি প্রবাসীরা। এবার ইউরোপে যেতে ইচ্ছুক প্রবাসীদের জন্য বিশেষ ঘোষণা দিল ইতালি।

আগামী তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে ইতালি সরকার। যেখানে বাংলাদেশসহ ৩৪টি দেশের নাগরিকরা কর্মী হিসেবে যাওয়ার সুযোগ পাবে বলছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত স্থায়ী ও অস্থায়ীভাবে শ্রমিক নিয়োগের লক্ষ্যে সম্প্রতি একটি রোডম্যাপ প্রকাশ করেছে দেশটির সরকার । এই ঘোষণাকে বাংলাদেশিদের জন্য বড় সুযোগ হিসেবে দেখছে বিশ্লেষকরা ।

ইতালিতে কয়েকটি খাতেই প্রতিবছর বিপুল সংখ্যক শ্রমিকের প্রয়োজন হয়। বিশেষত কৃষি, শিল্প ও পর্যটন খাতে শ্রমিকের চাহিদা সবচেয়ে বেশি। এ চাহিদার বড় একটি অংশ পূরণ হয় দেশের বাইরে থেকেই । ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ বিদেশি শ্রমিক নেবে ইতালি- এমনটাই জানানো হয়েছে ইতালির সরকারি গেজেটে।

তবে কর্মী নেওয়া হবে ধাপে ধাপে । তিন বছরের মধ্যে প্রথম বছর, অর্থাৎ ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ কর্মী নেবে দেশটি। শ্রমিকদের জন্য আবেদন গ্রহণের সম্ভাব্য তারিখও জানানো হয়েছে। আগামী বছর ১২ জানুয়ারি কৃষি, ৯ ফেব্রুয়ারি পর্যটন ও ১৬ ফেব্রুয়ারি স্থায়ী ও স্ব কর্মসংস্থান, ১৮ ফেব্রুয়ারি দক্ষ ও উচ্চমান অভিজ্ঞতাসম্পন্ন শ্রমিকদের আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছে দেশেটির শ্রম মন্ত্রণালয়।

এই চার ক্যাটাগরির প্রতিটিতেই বাংলাদেশিদের জন্য সুযোগ থাকছে বলে জানা গেছে এবং অনেকে সফল হবেন বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। ইতালি সরকারে এমন উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরাও।

উন্নত জীবনের আশায় গত কয়েক বছর ধরে অনেকেই বাংলাদেশি স্পন্সর ভিসার মাধ্যমে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছেন। যদিও সফল হয়েছেন কিছু সংখ্যক, অনেকেই পড়েছেন প্রতারণা ও নানা ভোগান্তির ফাঁদে। তাই সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আগামী বছর আবেদনকারীদের সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন। ইতালির এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে। যারা অভিবাসনের সুযোগ খুঁজছেন, তাদের জন্য এটি হতে পারে একটি বড় সুযোগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews