1. admin@sylheterkotha.com : admin :
July 4, 2025, 3:31 am
Title :
শাবিপ্রবির ২০৫ কোটি ৭৬ লক্ষ টাকার বাজেট ঘোষণা জামিয়া ইসলামিয়া দারুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে ৭৮ জনকে ফেরত পাঠালো বিএসএফ সিলেট-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুল হক কর্মী নেবে ইতালি, বাংলাদেশিদের জন্য বড় সুযোগ রাজধানীতে সাবেক এমপি নাঈমুর গ্রেফতার জনগণই দেশের মালিক, এটাই গণতন্ত্রের আসল সংজ্ঞা: ইমদাদ চৌধুরী সম্ভাবনাময় বাংলাদেশের জন্য তরুণদের দক্ষ করে তুলতে কাজ করছে বিএনপি: খন্দকার মুক্তাদির আরিফুল হক চৌধুরী’র সাথে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট’র সৌজন্য সাক্ষাত ছাত্রদল নেতা লিটন এর মুক্তির দাবিতে জাফলংয়ে বিক্ষোভ মিছিল

লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট’র নতুন কমিটি গঠন

  • Update Time : Wednesday, July 2, 2025
  • 5 Time View

সিলেটের কথা ::: আর্ন্তজাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশ এর অন্যতম ক্লাব লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট ২০২৫-২০২৬ লায়ন্স সেবা বর্ষের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গত ১ জুলাই মঙ্গলবার, স্থানীয় একটি রেস্টুরেন্টে ক্লাবের নিয়মিত মাসিক সভায় ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে ক্লাব সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া’র সঞ্চালনায় প্রধান নির্বাচন কমিশনার লায়ন একেএম. শওকত হাসান খান
সভায় বিগত সভায় ঘোষিত পিএসটি টিম, প্রেসিডেন্ট লায়ন মো. নুরুল আকবর কাজল, ২য় মেয়াদে সেক্রেটারী- লায়ন উজ্জল কান্তি বড়ুয়া এবং ট্রেজারার- লায়ন উম্মে হাবিবা সহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন। কমিটি নিম্নরূপ- প্রধান উপদেষ্টা পিডিজি লায়ন এস.এম সামশুদ্দিন এমজেএফ, উপদেষ্টা যথাক্রমে ১ম. ভিডিজি লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, লায়ন সেতারা গাফ্ফার এমজেএফ, লায়ন একেএম. শওকত হাসান খান। আইপিপি লায়ন মো. মেজবাহ উদ্দিন, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট লায়ন নিগার সুলতানা, ভাইস প্রেসিডেন্ট যথাক্রমে লায়ন শিবুল সেন, লায়ন প্রকৌশলী তৌফিকুর রহমান, লায়ন শোভিত বিকাশ বড়ুয়া এফসিএমএ, জয়েন্ট সেক্রেটারী যথাক্রমে লায়ন শহীদুল ইসলাম শহীদ, লায়ন মনির উদ্দিন চৌধুরী, জয়েন্ট ট্রেজারার যথাক্রমে লায়ন আমিনুর রহমান মনু, লায়ন অপু বড়ুয়া, টেমার লায়ন জিয়া উদ্দিন চৌধুরী, টেইল টুইস্টার লায়ন অজয় কুমার বড়ুয়া, এডমিনিস্ট্রেটর লায়ন রোকেয়া হাসান চৌধুরী, কো-অর্ডিনেটর লায়ন জাবেদ ইসলাম, মার্কেটিং এন্ড কমিউনিকেশন চেয়ারপারসন লায়ন নাইমুল কাদের চৌধুরী, এলসিআইএফ কো-অর্ডিনেটর লায়ন মো. জাহেদ হোসেন, সার্ভিস চেয়ারপারসন লায়ন ডা. দিবাকর বড়ুয়া, মেম্বারশিপ চেয়াপারসন লায়ন জিল্লুর রহমান এমজেএফ, লিও এ্যাডভাইজার লায়ন নাজমুল হুদা এমজেএফ, লিও কো-এ্যাডভাইজার লায়ন হাবিবুর রহমান, কো-অর্ডিনেটর (মেডিকেল) লায়ন ডা. ফারজানা ইউসুফ অন্নি, ক্লাব ডিরেক্টর যথাক্রমে লায়ন ইফতেখার হোসাইন খান চৌধুরী এমজেএফ, লায়ন মোহাম্মদ আহসান, লায়ন রোকেয়া হক, লায়ন একরামুল হক ভূঁইয়া, লায়ন আলাউদ্দীন আহমেদ চৌধুরী, লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ, লায়ন এম. এন সাফা পিএমজেএফ প্রমূখ।
সভায় নবনির্বাচিত কমিটির প্রেসিডেন্ট, সেক্রেটারী অভিব্যক্তি প্রকাশে নির্বাচন কমিশনসহ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে ২০২৫-২৬ লায়ন্স সেবা বর্ষে জেলা গর্ভনর লায়ন মোছলেহ উদ্দিন অপু এমজেএফ এর কল “UNITY MAKES PROSPERITY একতাতে সমৃদ্ধি” বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews