1. admin@sylheterkotha.com : admin :
October 19, 2025, 7:21 am
Title :
রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে-সিলেটে ইসি আনোয়ারুল পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা ও মোগলাবাজার শাখার বিজয়া পূনর্মিলনী সম্পন্ন সিলেটে নামলো ঢাকার ফ্লাইট : শাহজালাল বিমানবন্দরে আগুন শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত -তারেক রহমান ৭ দিন ধরে শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা, আজ কালো পতাকা মিছিল আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০, আহত অন্তত ১৭৯ দেশের মানুষের সেবা করতে দেশেই থাকবেন-এম এ মালিক ধর্মীয় অনুষ্ঠান হোক মানবিক মূল্যবোধ ও জাতীয় ঐক্যের মঞ্চ: ডিসি সারওয়ার আলম বিএনপি ঘোষিত ৩১ দফা হচ্ছে জাতির মুক্তি সনদ-আবুল কাহের চৌধুরী শামীম দক্ষিণ সুরমার ব্যবসায়ীদের সাথে সিলেট ব্যবসায়ী ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষা: সিলেটে কমেছে পরীক্ষার্থী, উদ্বেগজনক বলছেন শিক্ষাবিদরা

  • Update Time : Tuesday, June 24, 2025
  • 154 Time View

সিলেটের কথা ::: আগমী বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবারের পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ড থেকে অংশ নিচ্ছে ৬৯ হাজার ৬৮৩ জন পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় ১৩ হাজার ৪৮২ জন কম। ২০২৪ সালে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষার্থী ছিলো ৮৩ হাজার ১৬৫ জন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৭ হাজার ৮৬৮ এবং ছাত্রী ৪১ হাজার ৮১৫। এবছর বিভাগভিত্তিক পরীক্ষার্থীর হিসাবে বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৯৬৮, মানবিকে ৪৭ হাজার ৫৪২ ও ব্যবসায় শিক্ষায় ৯ হাজার ১৭১ জন পরীক্ষায় অংশ নেবে। এরআগে ২০২৩ সালেও পরীক্ষার্থী সংখ্যা ছিল প্রায় ৮৩ হাজার ১২৩ জন।

পরীক্ষার্থীর সংখ্যা কমলেও এবার বেড়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। এবার ৩২২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

পরীক্ষার্থী কমে যাওয়া প্রসঙ্গে সিলেট শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর মো. কবির আহমদ বলেন, ‘কারণ চিহ্নিত করে প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া জরুরি। শুধু প্রশাসন নয়, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদেরও সচেতন হতে হবে।’

এ ব্যাপারে সিলেট শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী জানান, ‘অনেক কলেজে এইচএসসি শ্রেণিতে ভর্তি না হওয়ায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে বিদেশে পড়াশোনার প্রবণতাও বেড়েছে। এছাড়া, গত বছরের ভালো ফলাফলের ফলে অনেকেই আগেই কলেজ শেষ করে অন্য পথে পা বাড়িয়েছে।’

তিনি দাবি করেন, এতে পাশের হার বা শিক্ষার মানে নেতিবাচক প্রভাব পড়বে না।

এই পরিস্থিতিকে উদ্বেগজনক জানিয়ে সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আখঞ্জি বলেন,‘এক বছরে এত বিপুল সংখ্যক পরীক্ষার্থী কমে যাওয়া একটি বড় সতর্কবার্তা। শিক্ষা প্রতিষ্ঠান এবং বোর্ডকে আরও দায়িত্বশীল হতে হবে।’

প্রসঙ্গত, গত বছর সিলেট বোর্ডে ৮৩,১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭১,০১২ জন উত্তীর্ণ হয়েছিলেন। পাশের হার ছিল ৮৫ দশমিক ৩৯ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews

Follow for More!