1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
December 16, 2025, 9:00 am

কাতারসহ ৪ দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সকল ফ্লাইট বাতিল

  • Update Time : Tuesday, June 24, 2025
  • 201 Time View

Manual2 Ad Code

সিলেটের কথা ডেস্ক :: ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তেহরান। এদিকে আরও হামলার আশঙ্কায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। যার ফলস্বরূপ, রাজধানী ঢাকা থেকে এসব গন্তব্যে পরিচালিত সকল বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

Manual2 Ad Code

সোমবার (২৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় ও এই চার দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যৌথ ঘোষণায় জানিয়েছে, সাধারন নাগরিক, অধিবাসী এবং ভ্রমণকারীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় পরবর্তী কোন নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোতে আগমন ও বহির্গমন- দু’ধরনের ফ্লাইটই স্থগিত থাকবে।

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

Manual5 Ad Code

বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ঢাকা থেকে এসব গন্তব্যের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।

এই আকস্মিক সিদ্ধান্তে বাংলাদেশ থেকে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইনগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ফ্লাইদুবাই, কুয়েত এয়ারওয়েজ, গালফ এয়ারসহ বেশ কয়েকটি এয়ারলাইন্স ইতোমধ্যে তাদের ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

ঢাকা বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে, এই অবস্থায় নির্ধারিত যাত্রার আগেই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থা নিতে।

তারা আরও জানিয়েছে, এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর আপডেট পাওয়া মাত্র যাত্রীদের দ্রুত অবহিত করা হবে।

Manual6 Ad Code

উল্লেখ্য, এই সিদ্ধান্তের আগে সোমবার রাতে কাতারের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলা চালায়, যার পরপরই এই চারটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

Manual5 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!