1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
December 16, 2025, 9:32 am

নির্বাচিত সরকার ছাড়া কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়: উবায়দুল্লাহ ফারুক

  • Update Time : Friday, June 13, 2025
  • 69 Time View

Manual8 Ad Code

সিলেটের কথা :: নির্বাচিত সরকার ছাড়া কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয় উল্লেখ করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী অর্ন্তবর্তীকালীন সরকার দেশের বিভিন্ন সেক্টরে সংস্কারের উদ্যোগ গ্রহণ করায় আমরা সরকারের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা সংস্কার যেমন চাই, নির্বাচনও চাই। তিনি বলেন, সংস্কারের নামে সময় ক্ষেপণ না করে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের পথে অগ্রসর হওয়াটা বাঞ্চনীয়। তাছাড়া নির্বাচিত সরকার ছাড়া দেশের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয়।

বৃহস্পতিবার (১২জুন) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কানাইঘাট পশ্চিম জোনের উদ্যোগে গাছবাড়ী বাজারে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের দাবীতে অনুষ্ঠিত গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

সমাবেশে জমিয়ত সভাপতি বলেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হল নিজেদের মধ্য ইনসাফ তথা ন্যায় প্রতিষ্ঠা করা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি সেক্টরের কর্তাগণ ইনসাফ ও ভারসাম্য বজায় রাখতে পারলে দেশে অনায়াসে শান্তি বিরাজ করবে। সমাজ ও রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে সরকারের পাশাপাশি জনগণও ভূমিকা রাখতে হবে। জমিয়ত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক তাঁর নির্বাচনী এলাকা সিলেট-০৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের আওতাধীন গাজী বুরহান উদ্দীন রোডের সংস্কার, গাছবাড়ী টু হরিপুর রাস্তার মেরামত ও প্রশস্তকরণ, সুরমা, কুশিয়ারা নদীর ডাইক নির্মাণ ও ব্লক স্থাপনের প্রতি অর্ন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও তিনি কানাইঘাট জকিগঞ্জের বিভিন্ন অব্যবস্থাপনা, সমস্যা ও দুর্ঘটনার কথা উল্লেখ করে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন এবং সাংবাদিকমহলকে এলাকার সঠিক সংবাদ জাতির সামনে তোলে ধরার আহবান জানান।

Manual8 Ad Code

রাজাগঞ্জ ইউনিয়ন জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ীর সভাপতিত্বে ও গণ-সমাবেশ বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা আব্দুর রাজ্জাক, সদস্যসচিব মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ইমরান হুসাইন ও মাওলানা বুরহান উদ্দীনের যৌথ পরিচলনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা মাওলানা শফিকুল হক সুরইঘাটি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা কেফায়াতুল্লাহ আজহারি, সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মুহাম্মদ আলী, সিলেট জেলা দক্ষিণের সহ-সভাপতি মাওলানা বেলাল আহমদ ইমরান, জেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী, সেক্রেটারি মুফতি ইবাদূর রহমান, কানাইঘাট উপজেলা জমিয়তের সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হুসাইন, জেলা উত্তরের সাহিত্য সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ, সিলেট মহানগরের সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, যুব জমিয়ত জেলা উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা সালেহ আহমদ, রাজাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, ঝিংগাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার আবু বকর, বাণীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান লুকমান আহমদ, উপজেলা জমিয়তের সহসভাপতি মাও. খলিলুর রহমান, রাজাগঞ্জ ইউনিয়ন জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শাহ আতীকুর রহমান, ঝিংগাবাড়ী ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা হুসাইন আহমদ, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, বাণীগ্রাম ইউনিয়ন জমিয়তের সভাপতি হাফিজ মাওলানা ফরিদ উদ্দীন, সেক্রেটারি মাওলানা জাকারিয়া আহমদ, উপজেলা যুব জমিয়তের সেক্রেটারি মাওলানা আব্দুল মুমিন, জেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি মাওলানা সালাহ উদ্দীন, উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা গিয়াস উদ্দীন প্রমুখ।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!