1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
December 16, 2025, 9:29 am

টাঙ্গুয়ার হাওর-হাউজবোটের ধাক্কায় বৈদ্যুতিক তার ছিঁড়ে পাঁচ গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ

  • Update Time : Thursday, June 12, 2025
  • 70 Time View

Manual2 Ad Code

সংবাদদাতা, মধ্যনগর::: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরগামী তিনতলা বিশিষ্ট একটি হাউজবোটের ধাক্কায় টাঙ্গুয়া ও মাটিয়ান হাওরের মাঝ দিয়ে প্রবাহিত পাটলাই নদীর উপর দিয়ে টানা পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পাঁচ গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বুধবার (১১জুন) বিকালে পাটলাই নদীর ছিলানী তাহিরপুর গ্রামের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় টাঙ্গুয়ার হাওর পাড়ের ছিলানী তাহিরপুর, জয়পুর, গোলাবাড়ি, ইসলামপুর নতুনহাটি ও জয়পুর নতুনবাড়ি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

Manual6 Ad Code

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, টাঙ্গুয়ার সাধারণত একতলা বিশিষ্ট হাউজবোট পর্যটকদের নিয়ে চলাচল করে। কিন্তু নীল কমল নামে তিনতলা বিশিষ্ট একটি হাউজবোট অসচেতনভাবে চালানোর কারণে মেইন লাইনের বৈদ্যুতিক তারে সরাসরি আঘাত লাগলে আগুনের ফুলকি দিয়ে বিদ্যুত লাইনের দুইটি তার ছিঁড়ে যায়। সাথে সাথেই পাঁচটি গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ঘটনায় হাউজবোটের দুইজন লোককে আটকে রেখেছে গ্রামবাসী।

Manual8 Ad Code

ছিলানী তাহিরপুর গ্রামের বাসিন্দা শিক্ষক হাদিউজ্জামান বলেন, বিদ্যুতের তার ছিঁড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পল্লী বিদ্যুতের লোকজন দ্রুতই ঘটনাস্থলে এসে পৌঁছায়। লাইন বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় আলাদা লাইন দিয়ে একটি গ্রামে বিদ্যুৎ চালু হবে তবে বাকি গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ চালু করতে সময়
লাগবে।বোটের দুইজন লোক গ্রামেই আছেন।

Manual5 Ad Code

নীল কমল হাউসবোটের ব্যবস্থাপক আল মামুন বলেন, আমাদের হাউজবোটটি আজকেই প্রথম হাওরে নামানো হয়েছে। বোটের জন্য এলাকায় এক অভিজ্ঞ সারং (সুকানি) নেয়া হয়েছে। সে বিদ্যুতের লাইনে বোটটি লাগিয়ে দিয়েছে। আমরা এখনও ছিলানী
তাহিরপুরেই আছি।

Manual6 Ad Code

পল্লী বিদ্যুৎ সমিতি তাহিরপুর সাব জোনাল অফিসের সহকারী ম্যানেজার আলাউল হক সরকার বলেন, হাউজবোটের ধাক্কায় ১১ হাজার ভোল্টের তার ছিঁড়ে গেছে। এতে টাঙ্গুয়ার হাওর পাড়ের পাঁচটি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। আমাদের লোক ঘটনাস্থলে আছে। লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই লাইনটি মেরামত করে বিদ্যুৎ সংযোগ চালু করতে সময় লাগবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!