সিলেটের কথা :: সিলেট অঞ্চলে গত কয়েকদিন থেকে বৃষ্টি চলছে। পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়া পূর্বাভাসেও তার ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২১ মে) সন্ধ্যায় সিলেট আঞ্চলিক আবহাওয়া অফিস এ তথ্য জানায়।
তারা জানায়, বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হবে। সঙ্গে বজ্রসহ বজ্রবৃষ্টিও হতে পারে। এসময়ে আকাশ মেঘলা বা আংশিক মেঘলা থাকতে পারে।
এদিকে ২০ মে সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট অঞ্চলে মোট বৃষ্টিপাত হয়েছে মোট ২২৯ দশমিক ২ মিলিমিটার।
Leave a Reply