সিলেটের কথা ::: আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ও নবগঠিত যুক্তরাজ্য বিএনপির আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব খছরুজ্জামান খছরুকে অভিনন্দন জানিয়ে সিলেট নগরীতে স্বাগত মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
রোববার (২২ ডিসেম্বর) বিকেলে রেজিস্টারী মাঠ থেকে স্বাগত মিছিলটি শুরু হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা যুবদলের সাধারণ মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই গণতন্ত্রের পূর্ণজাগরণ সৃষ্টি হবে। তারেক রহমানের বলিষ্ট নেতৃত্বে ফ্যাসিবাদের যেমনি পতন হয়েছে ঠিক তেমনিভাবে তার নেতৃত্বে বাংলাদেশ আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাবে। বক্তারা সাম্য ও মানবিক বাংলাদেশ বির্নিমাণে বিএনপি ও তারেক রহমানের উপর জনগণকে আস্থা রেখে ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করার আহবান জানান।
সভায় বক্তারা নবগঠিত যুক্তরাজ্য বিএনপির কমিটিতে সিলেটের কৃতি সন্তান আবুল কালাম আজাদকে আহবায়ক ও খছরুজ্জামান খছরুকে সদস্য সচিব পদে দায়িত্ব প্রদান করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সাথে নবগঠিত কমিটির সফলতা কামনা করা হয়।
Leave a Reply