সিলেটের কথা ::: খেলাফত মজলিসের সিলেট মহানগর সভাপতি ও সিলেট-১ (মহানগর-সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান
বলেন, বৈষম্যহীন একটি স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার তীব্র আকাংখা নিয়েই ৭১ এর রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। কিন্ত দীর্ঘ ৫৫ বছরেও আমরা সেই স্বপ্নের বাংলাদেশ পাইনী। বার বার ক্ষমতার পালাবদল হলেও মানবিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা হয়নি। চব্বিশের গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া স্বাধীনতা অর্থবহ হবেনা
১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবসে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার বিজয় মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গতকাল ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সুরমা পয়েন্ট থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বিজয় মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, আব্দুল হান্নান তাপাদার, ডা. মুহাম্মদ ফয়জুল হক, কে.এম আব্দুল্লাহ আল-মামুন, সহ-সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মনজুরে মাওলা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মাশুক আহমদ, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখার সভাপতি মুহিবুর রহমান রায়হান প্রমুখ।
Leave a Reply