সিলেটের কথা ::: রাজনৈতিক নানা সমীকরণের পর ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন তিনি। তবে নিরাপত্তার স্বার্থে তার সাথে কেউ দেখা করতে পারবেন না। তিনি বিমান থেকে না নেমে একই ফ্লাইটে করে ঢাকায় ফিরবেন। এরআগেও দলের চেয়ারপারসন খালেদা জিয়া এই রুটে দেশে ফিরেন।
সিলেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক মাহমুদুর রহমান জানান, তারেক রহমান দেশে ফেরার বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান চৌধুরী জানান, বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে তারেক রহমান সিলেট হয়ে ঢাকায় ফিরবেন এরকম কোন তথ্য জানা নেই।
সূত্র জানায়, লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফেরার বিষয়টি সাধারণত রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে ঘটে। তারেক রহমানের জন্য ঢাকার গুলশান এভিনিউ সড়কে ১৯৬ নম্বর বাসভবন প্রস্তুত করা হয়েছে। তার এই দেশে ফেরা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নীরবে প্রস্তুতি শুরু হয়েছে। তারেক রহমানের সঙ্গে থাকবেন তার কন্যা জাইমা জারনাজ রহমান দেশে আসার কথা রয়েছে।
এরআগে শুক্রবার (১২ ডিসেম্বর) মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। তার এ আগমনকে শুধু স্বাগত নয় আনন্দের সঙ্গে জানাচ্ছি।
এদিকে, তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেফতার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সে দেশেই আছেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর বিভিন্ন মামলায় তারেক রহমানের সাজার রায় বাতিল এবং কোনো কোনো মামলায় আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান।
Leave a Reply