সিলেটের কথা ::: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারী বলেছেন, জাতীয় নির্বাচনকে অর্থবহ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ করতে জনগণের সরাসরি মতামত গ্রহণের কোনো বিকল্প নেই। তাই নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন সময়ের দাবি। তিনি বলেন, জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও রাষ্ট্র পরিচালনায় ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এই ৫ দফা শুধু নেজামে ইসলাম পার্টির নয়, এটি দেশের শান্তিকামি মানুষের প্রত্যাশার প্রতিফলন।
শনিবার (০৬ ডিসেম্বর) রাতে নগরীর জেলরোডস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগরের উদ্যোগে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন এবং ৫ দফা আদায়ের দাবীতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও সিলেট মহানগরের সভাপতি মাওলানা মুজ্জাম্মিলহক তালুকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টি কেন্দ্রীয় কমিটির প্রচার সচিব মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ।
সভাপতির বক্তব্যে মাওলানা মুজ্জাম্মিলহক তালুকদার বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বৈষম্য ও মূল্যস্ফীতির চাপে জনগণ দিশেহারা। এ অবস্থায় দেশের ভবিষ্যৎ রক্ষায় সব রাজনৈতিক শক্তিকে জনগণের অধিকারের প্রশ্নে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের সিদ্ধান্তই হবে দেশের চূড়ান্ত পথ নির্ধারণ—এ বার্তা সরকারসহ সব মহলে পৌঁছে দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা এহতেশামুল হক সাখী, সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা আলী হোসাইন খান রাগুবী, সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুয যামান, ইসলামী যুব সমাজের কেন্দ্রীয় সদস্য হাফিজ কাজী শামীম, সিলেট মহানগরের যুগ্ম সম্পাদক ক্বারী মৌলভী মোশাররফ হোসাইন।
এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ সিলেট মহানগরের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষ্যে সকলের মতামতের ভিত্তিতে হাফিজ জামিরুল ইসলামকে আহ্বায়ক ও হাফিজ জুনাইদকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মোহাম্মদ হাব্বান আহমদ, হাফিজ নুমাইর, মোহাম্মদ যুবাইর, মো. কামরুল ইসলাম, হাফেজ মিফতাহ, হাফেজ মুয়াজ ইসলাম, হাফেজ নুবাইয়র, মো. ইবরাহীম। বিজ্ঞপ্তি
Leave a Reply