সিলেটের কথা ::: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের লক্ষ্য হচ্ছে মেয়েদের চরিত্র গঠন, আনুগত্য ও আত্ম-নির্ভরশীলতার অভ্যাস গড়ে তোলার জন্য অনুশীলন ও প্রশিক্ষণ দান। অপরের মঙ্গল চিন্তায় উদ্বুদ্ধকরণ, নিজেদের প্রয়োজনে আসবে এমন কাজে প্রশিক্ষণ দান এবং শারীরিক, মানসিক ও আধ্যাত্বিক উন্নয়নের মাধ্যমে তাদের মধ্যে নাগরিকত্ববোধ ও দেশপ্রেম জাগিয়ে তোলা।
তিনি বলেন, বাংলাদেশের মেয়েদের শ্রেণি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে উত্তম নাগরিকরূপে গড়ে তোলা এবং তাদের মধ্যে শ্রষ্ঠার প্রতি ভক্তি, নাগরিক চেতনা ও অপরের মঙ্গলার্থে নিজের স্বার্থ ত্যাগের মনোবৃত্তি জাগিয়ে তোলা। বাংলাদেশ গার্ল-গাইডস এসোসিয়েশনের অন্যতম প্রধান লক্ষ্য বিশ্বব্যাপী মেয়েদের মধ্যে বন্ধুত্ব স্থাপনে উৎসাহিত করা এবং যুগের চাহিদা ও বয়স অনুসারে দজ্ঞ নেতৃত্ব আন্দোলনের মৌলিক নীতিসমূহ উপলব্ধি ও অনুশীলনের উদ্বুদ্ধ করা।
তিনি আরো বলেন, করোনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় গার্ল গাইডস এসোসিয়েশনের কার্যক্রম ব্যহত হয়েছিল। ৫ আগস্টের পর নতুন দেশ বিনির্মানে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শনিবার (১লা নভেম্বর) বিকেলে নগরীর মিরের ময়দানস্থ ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চল আয়োজিত ৩দিন ব্যাপী “মহা তাঁবু জলসা” ৪র্থ আঞ্চলিক রেঞ্জার ক্যাম্প ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে ও সরকারি অগ্রগামী স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক ওয়ারেন্ট গাইডার পূর্ণিমা রানী দাশ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার, ব্লু-বার্ড হাই স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মাধব রায়, সিনিয়র শিক্ষক তাহমিনা খানম, প্রভাষক মো. এমাদ উদ্দিন, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উপদেষ্টা ছালমা বাছিত, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের প্রভাষক রোকসানা বেগম, আঞ্চলিক ট্রেজারার চৌধুরী ফেরদৌস আরা কামাল, সদস্য শিপ্রা দেব, শারমিন সুলতানা, সিদ্দিকা খাতুন, শাহানা বেগম, উইমেন্স মেডিকেল কলেজের রেঞ্জার গাইডার মরিয়মুন্নেছা, লতিফা শফি চৌধুরী ডিগ্রী কলেজের রেঞ্জার গাইডার মাহবুুবা খানম চৌধুরী, সুনামগঞ্জ মুক্ত রেঞ্জার ইউনিটের রেঞ্জার গাইডার তাসনীম বেগম, মিফতাউল জান্নাত, সরকারী অগ্রগামী স্কুল স্কুল এন্ড কলেজের গাইড রাইডার শরীফা খাতুন, অলকা দাশ, জেলা কমিটির সদস্য ও গাইড রাইডার রওশন আরা বেগম, বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের ট্রেইনার শিরিন গুলশান আরা, সিলেট সরকারী উচ্চ বিদ্যালয়ের গাইড রাইডার রোমানা বেগম, গার্ল গাইডস সিলেট জেলার ট্রেজারার শামীমা আক্তার নেভী, লাক্কাতুরা সরকারী উচ্চ বিদ্যালয়ের গাইডার শর্মিলা শর্মা, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের গাইডার সুমিত্রা দত্ত, কাজী জালাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের গাইডার জ্যোৎস্না বেগম, গাইডার শিল্পী রানী দেবী, গার্ল গাইডস সিলেট জেলার অফিস সহকারী মো. নাজির হোসেন, অফিস সহকারী মো. মানিক মিয়া, ইউনিট রেঞ্জার সংগীতা কর্মকার, রেঞ্জার উম্মে হাবিবা সুমি, শাহবুবা জাহান রিমু।
৩দিনব্যাপী ৪র্থ আঞ্চলিক রেঞ্জার ক্যাম্পে অংশগ্রহণ করে উইমেন্স মডেল কলেজ, লফিতা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ, সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সুনামগঞ্জ রেঞ্জার ইউনিট, বনরথী মুক্ত রেঞ্জার ইউনিট এর শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি
Leave a Reply