সিলেটের কথা ::: সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বিএনপি জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে সবসময় এগিয়ে আসে। মানুষের সুখ-দুঃখে বিএনপির নেতাকর্মীরা বরাবরই আন্তরিকভাবে পাশে থেকেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে নির্দেশ দিয়েছেন, তা মানবতার এক অনন্য দৃষ্টান্ত।
তিনি আরো বলেন, বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের কল্যাণে নিবেদিত একটি গণমানুষের সংগঠন। বিএনপির রাজনীতি হচ্ছে মানুষের অধিকার আদায়ের রাজনীতি, মানুষের মুখে হাসি ফোটানোর রাজনীতি। তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে কেউ না খেয়ে থাকবে না, কেউ গৃহহীন থাকবে না। বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি দরিদ্র পরিবারকে ঘর নির্মাণে সহায়তা করা হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করা হবে।
শনিবার (১লা নভেম্বর) সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গরিব ও অসহায় মানুষের মাঝে টিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ শিমু এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহিন।
বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা হাসান ইমাদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ১ম যুগ্ন সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, পৌর বিএনপির ১ম যুগ্ন সাধারণ সম্পাদক জামিল চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক রাজু আহমদ, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আহমদ সুহেদ আহমদ, ছাত্রনেতা জাহেদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Leave a Reply