1. admin@sylheterkotha.com : admin :
  2. editor@sylheterkotha.com : editor :
October 28, 2025, 9:54 pm
Title :
সিলেটে এখনো চলছে পাথর চুরি, আটক-১ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যথাস্থানে স্থাপনের দাবিতে শান্তিগঞ্জ সমিতির সংবাদ সম্মেলন সিলেট মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড ওনার্স এসোসিয়েশন সিলেটের মেম্বারশিপ সার্টিফিকেট বিতরণ সিলেট-৪ আসনকে কৃত্রিমভাবে দরিদ্র বানিয়ে রাখা হয়েছে: অ্যাড. জামান সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক শহীদুল ইসলাম নোমানকে সংবর্ধনা প্রদান মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন-১ নভেম্বর শনিবার নিম্নতম মজুরির গেজেট বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক বরাবর সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের স্মারকলিপি ১১ দফা দাবিতে-সিলেট চৌহাট্টায় সড়ক অবরোধ করে আন্দোলনে ব্যাটারি রিকশা শ্রমিকরা মাহতাব আহমদ এর বাবার মৃত্যুতে নগরকান্দি হাতিডহর ছয়ত্রিশ উন্নয়ন ফোরামের শোক

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যথাস্থানে স্থাপনের দাবিতে শান্তিগঞ্জ সমিতির সংবাদ সম্মেলন

  • Update Time : Tuesday, October 28, 2025
  • 5 Time View

Manual5 Ad Code

সিলেটের কথা ::: হাওরাঞ্চলের দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্ন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যথাস্থানে স্থাপন ও এর ন্যায্যতা নিশ্চিতের দাবি নিয়ে শান্তিগঞ্জ সমিতি, সিলেটের নেতৃবৃন্দ মঙ্গলবার (২৮ আক্টোবর) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেন।

Manual8 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শান্তিগঞ্জ সমিতির সভাপতি কবিরুল ইসলাম বলেন, “২০২০ সালের ২৩ নং আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। আইন অনুযায়ী এটি শান্তিগঞ্জ উপজেলা ও সুনামগঞ্জ সদর উপজেলার সংলগ্ন দেখার হাওরপাড়ে স্থাপন করা বাধ্যতামূলক। নির্ধারিত স্থানটি উঁচু হওয়ায় মাটি ভরাট, রিটেইনিং ওয়াল, সীমানা প্রাচীর এবং এপ্রোচ রোড নির্মাণে ব্যয় কম এবং ভবিষ্যতে অন্যান্য অবকাঠামোগুলোর নির্মাণও সুবিধাজনক হবে। এছাড়াও এটি জেলার মধ্যবর্তী স্থানে অবস্থান করছে এবং সিলেট-সুনামগঞ্জ হাইওয়ের সন্নিকটে হওয়ায় যোগাযোগ সুবিধা রয়েছে।”

কবিরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিমধ্যে প্রায় ৭৫ একর জমি অধিগ্রহণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব পরিকল্পনা কমিশনে প্রেরণ হয়েছে। সরকারি প্রতিষ্ঠান আইআইএফসি কর্তৃক পিজিবিলিটি স্টাডি, মাস্টারপ্লান এবং পরিবেশগত প্রভাব মূল্যায়ন সম্পন্ন হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে প্রথম ও দ্বিতীয় ব্যাচের ক্লাস অস্থায়ী ক্যাম্পাসে চলছে। ছাত্রদের আবাসন এবং পরিবহন সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন কলেজ এবং মাদ্রাসার ভবন বিনামূল্যে ব্যবহৃত হচ্ছে।

Manual1 Ad Code

সভাপতি কবিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “কিছু স্বার্থান্বেষী মহল মিথ্যা তথ্য দিয়ে ক্যাম্পাস স্থানান্তরের চেষ্টা করছে। এটি হলে বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন বিলম্বিত হবে এবং সরকারের অর্থ অপচয় হবে। বৃহত্তর সুনামগঞ্জবাসীর স্বার্থে বিশ্ববিদ্যালয়টি পূর্বনির্ধারিত স্থানে স্থাপন জরুরি।”

Manual3 Ad Code

সংবাদ সম্মেলনের সমাপনীতে শান্তিগঞ্জ সমিতি সিলেটের পক্ষ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন এবং সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। শান্তিগঞ্জ সমিতি শহরে নতুন কোনো প্রতিষ্ঠান স্থাপনের প্রস্তাবকেও সমর্থন জানিয়েছে, তবে যেকোনো অনৈতিক হস্তক্ষেপ বা বিশ্ববিদ্যালয় স্থানান্তরের প্রচেষ্টা এড়ানোর আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি হযরত আলী তালুকদার, সহ-সভাপতি মশিউর রহমান জায়গীরদার, সুয়েব আহমদ, রেজওয়ানুল হক, তালেব হোসেন, বাবলুল হক, যুগ্ম সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিল, সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, কোষাধ্যক্ষ মো. সাইরুল ইসলাম, প্রচার সম্পাদক রাজিব হোসাইন, সহ-দপ্তর সম্পাদক রাফি মিজান নূর, নির্বাহী সদস্য সোহাগ মিয়া, ফিরোজ আহমদ ফিরোজ ও ইমামুল তালুকদার তপন প্রমূখ।

Manual1 Ad Code

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!