সিলেটের কথা ::: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে একটি জবাবদিহিমূলক প্রশাসন ও নাগরিকবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে বিএনপি যে রূপরেখা দিয়েছে, সেটিই আজ দেশের মুক্তিকামী মানুষের আকাক্সক্ষার প্রতিফলন। স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে দেশকে একদলীয় শাসনের দিকে ঠেলে দিয়েছে। এই অবস্থা থেকে দেশকে উদ্ধার করতে হলে দলের প্রতিটি নেতা-কর্মীকে মাঠে নামতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরো বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন জনগণের শেষ আশ্রয়স্থল। তিনি যে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা দিয়েছেন, তা বাস্তবায়ন হলে দেশের প্রশাসন, বিচারব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তন আসবে। তাই এই কর্মসূচি বাস্তবায়নে সকল স্তরের নেতাকর্মী ও দেশপ্রেমিক নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, অনেক সময় দলীয় কাজে এই ইউনিয়নে আমাকে ঘুরতে হয়। অধিকাংশ লোকেরা আমাকে বলেন এম. ইলিয়াস আলী থাকা অবস্থায় এই অঞ্চলে রাস্তাঘাট হয়েছে কিন্তু আজ ১৭ বছর হয়ে গেছে এখনও এসব রাস্তাঘাটের কোন মেরামতের কাজ হয় নাই। গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর রাস্তাঘাট মেরামত করার জন্য আমার কাছে অনেক দরখাস্ত এসেছে। রাস্তা মেরামতের জন্য বাজেটের প্রয়োজন। সেটা চিন্তা করে বিশ্বানাথ এবং ওসমানীনগরের একটি শর্ট লিস্ট করেছি। আমাদের সরকার ক্ষমতায় না থাকায় এসব রাস্তাঘাট মেরামত করানো সম্ভব হচ্ছে না। বিএনপি ক্ষমতায় গেলে রাস্তাঘাটের উন্নয়ন হয়। আগামী নির্বাচনে যদি বিএনপির ক্ষমতায় যায় তাহলে বিশেষ করে রাস্তাঘাট মেরামতের বিষয়ে সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ওসমানীনগর উপজেলার খালের মুখ বাজারে ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুনু মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মইনুল হক চৌধুরী, ওসমানী নগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোতাহির আলী, ওসমানী নগর উপজেলা বিএনপি সভাপতি এস টি এম ফখরুদ্দিন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কয়েস আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লুৎফুর রহমান, ওসমানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, কৃষকদলের আহবায়ক মুক্তার আহমদ বকুল, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সোহেল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উছমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনু রশীদ, সাধারণ সসম্পাদক এম এ মতিন, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী শফি, উসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খলিলুর রহমান লয়লুস, সাংগঠনিক সম্পাদক ওলিউর রহমান খান মিটু, ওসমানীনগর উপজেলা বিএনপি নেতা আব্দুল মালিক সিরাজ, আনোয়ারুল ইসলাম, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি ফজল আহমদ জনি, সহ সাধারণ সম্পাদক ইসলাম উদ্দীন, দপ্তর সম্পাদক মো. রেদওয়ান আহমদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, বিএনপি নেতা শাহজান সাজু, আব্দুল মান্নান গেদা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন বদরুল, আবুল কালাম, আকিক চৌধুরী, আব্দুল গফুর, সিলেট মহানগর কৃষকদলের সহ অর্থ সম্পাদক আব্দুল আজিজ, সিলেট জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মাহবুব আহমদ রুমন, ওসমানীনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছসেবক দলের যুগ্ম আহবায়ক রেজাউল করিম জুলকান, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নোমান লস্কর, উসমানপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি লাল মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, উছমানপুর ইউনিয়ন যুবদল সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, যুবদলের সিনিয়র সহ সভাপতি মাহবুব চৌধুরী, সহসাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম, সাহেদ আহমদ, সাগঠনিক সম্পাদক সুজেল আহমদ, উসমানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ খান আলিফ, জুয়েল আহমদ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মামুন আহমদ, সহ সভাপতি নোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক নাঈম আহমদ প্রমুখ।
এছাড়াও মতবিনিময় সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ক্বারী ইসলাম উদ্দীন। বিজ্ঞপ্তি
Leave a Reply