সিলেটের কথা ::: সিলেট জেলা জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) তাহসিন শারমিন তামান্না বলেছেন, বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি আজ দেশের মানুষের মুক্তির সনদে পরিণত হয়েছে। এই কর্মসূচির মধ্য দিয়েই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও দুঃশাসনমুক্ত রাষ্ট্র গঠনের রূপরেখা নির্ধারিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সময়ের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক হিসেবে একটি উৎপাদনমুখী, আত্মনির্ভরশীল ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের ভিত্তি স্থাপন করেন। তার পথ ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী জাগরণ, দারিদ্র্য বিমোচন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখে গেছেন। আজকের এই সংকটময় সময়ে আগামীর রাষ্ট্র বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বই জনগণের আশার প্রতীক হয়ে উঠেছে। তিনি তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও উন্নয়নের পথে আহ্বান জানাচ্ছেন। তাই পিছিয়ে পড়া বাংলাদেশকে পুনর্গঠন করে ন্যায়ভিত্তিক সমাজ ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা ফিরিয়ে আনতে আসন্ন নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষের বিজয় মানে জনগণের মুক্তি, উন্নয়ন ও আশার জয়।
রোববার বিকেলে সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে নগরীর বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ওলসুলতানা রহমান দিনা, জেলা মহিলা দলের সহ সভাপতি ফারজানা বক্ত রায়না, সহ সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার, জেলা মহিলা দল নেত্রী বিলকিস আক্তার, রিমা বেগম, দিবা রানী দে বাবলী, রুহেনা আক্তার বর্ষা প্রমূখ।
উল্লেখ, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি নিয়ে সিলেট শহর সহ প্রতিটি উপজেলায় লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে সিলেট জেলা মহিলা দল। এসব কর্মসূচিতে মহিলা দল নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। মহিলা দলের এই কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
Leave a Reply