সিলেটের কথা ::: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তৃনমুলে পৌঁছে দিতে ও ধানের শীষের পক্ষে প্ আজ শনিবার দক্ষিণ সুরমা উপজেলার রাখালগঞ্জ বাজার ও চৌধুরী বাজারে প্রচারণা চালান সিলেট ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মীরা তার সাথে ছিলেন।
গণসংযোগ ও প্রচারণা কালে আয়োজিত পথসভায় আব্দুল আহাদ খান জামাল বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তৃনমুলে পৌঁছে দিতে নেতাকর্মীদের কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও তারেক রহমান এর সালাম মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে ব্যক্তি পছন্দ যারযার, ধানের শীষ আমাদের সবার। ধানের শীষ জিতলে আমরা সবাই জিতবো এই মানসিকতা নিয়ে আমাদের একযোগে কাজ করতে হবে।
Leave a Reply