1. admin@sylheterkotha.com : admin :
October 21, 2025, 3:56 pm
Title :
যুক্তরাজ্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন সর্বোচ্চ শৃঙ্খলা প্রদর্শন করে গভীর দেশপ্রেমে উজ্জীবিত হয়ে নিজেদের দেশের সম্পদ হিসেবে তৈরি করতে হবে:উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান সিলেটে সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের সিলেটের সংবাদ সম্মেলনে এনামুল হক ষড়যন্ত্রে শিকার, বহিষ্কারাদেশ বিবেচনার অনুরোধ সিলেট মেডিকেয়ার এবং ডিসান হাসপাতালের মতবিনিময় সিলেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মিশিগানে খন্দকার মুক্তাদির বন্ধ শায়েস্তাগঞ্জে বিদ্যুৎকেন্দ্র, লোডশেডিং জনজীবনে দুর্ভোগ রিক্সা শ্রমিকদের মাঝে শ্রমিক কল্যাণের খাদ্যসামগ্রী বিতরণ তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি-মিফতাহ্ সিদ্দিকী

শারদীয় দুর্গাপূজার উৎসবকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় প্রস্তুত-উপমহাপরিচালক জিয়াউল হাসান

  • Update Time : Wednesday, September 24, 2025
  • 24 Time View

সিলেটের কথা ::: শারদীয় দুর্গাপূজায় শান্তি, সম্প্রীতি ও আনন্দের উৎসব, সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে এই উৎসবকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় প্রস্তুত-উপমহাপরিচালক জিয়াউল হাসান। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সিলেট জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, আখালিয়ায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পূজামন্ডপের আইনশৃঙ্খলা রক্ষার্থে মোতায়েনকৃত আনসার ও ভিডিপি সদস্যদের অংশগ্রহণে আয়োজিত ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মো: জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।
তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এর নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় সিলেট রেঞ্জেও চারটি জেলায় ২৭০৩ টি পূজা মন্ডপে ১৭১৭৮ জন (প্রায়) আনসার ভিডিপি সদস্য/সদস্যা মোতায়েন থাকবেন ।
আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ঝুঁকির ভিত্তিতে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ৮ (আট) জন, গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে ৬ (ছয়) জন এবং সাধারণ পূজামণ্ডপে ৬ (ছয়) জন করে আনসার-ভিডিপি সদস্য-সদস্যা দায়িত্ব পালন করবেন।
একইসাথে, সিলেটের ৪ জেলায় ০৫টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স টিম মোতায়েন থাকবে। প্রতিটি টিমে ৬ (ছয়) জন করে সদস্য থাকবেন, যারা নিয়মিত টহল পরিচালনা ছাড়াও যে কোনো আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবেন।স্ট্রাইকিং ফোর্স টিম বুধবার ২৪ সেপ্টেম্বর থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত মোট ০৯ দিন নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করবেন।
বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমের আওতায় প্রায় ২ লক্ষ তরুণকে ইতিমধ্যে গণপ্রতিরক্ষার নতুন ধারায় প্রশিক্ষণপ্রাপ্ত হিসেবে বাহিনীতে অন্তর্ভূক্ত করা হয়েছে। নব সংযোজিত AVMIS (এভিএমআইএস) সফটওয়্যারের মাধ্যমে সকল সদস্যের রেজিস্ট্রেশন ও হালনাগাদ তথ্য যাচাই করে পূজার নিরাপত্তা দায়িত্ব নির্ধারণ করা হচ্ছে। এছাড়াও পুজা উৎসবে কুচক্রী মহলের গুজব প্রতিরোধ ও সকল অশুভশক্তি মোকাবেলায় দায়িত্বরত আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের জন্য স্মার্টফোন অ্যাপ শারদীয় সুরক্ষা অ্যাপসের রিপোর্ট কার্যক্রম চালু করায় নিরাপত্তা পরিধি বৃদ্ধি হয়েছে।
তিনি আরো বলেন,হিন্দু ধর্মলম্বীদের জন্য শারদীয় দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি ও আনন্দের উৎসব। এই উৎসবকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সবসময় প্রস্তুত, যাতে সবাই নির্বিঘ্নে উৎসবের আনন্দ উপভোগ করতে পারে। প্রতিবারের ন্যায় এবারও বাহিনীর অক্লান্ত প্রচেষ্টা, কার্যকর কৌশল এবং নিবেদিত সদস্যদের দায়িত্বশীলতায় শারদীয় দুর্গাপূজা উদযাপন হবে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ , সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার, সহকারী জেলা কমান্ড্যান্ট ফাতেমা তুজ জোহরা, সার্কেল এটজুট্যান্ট ফারুক হোসেইন এবং সিলেট সদর উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গোলাম কিবরিয়া এবং সিলেট সদর উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশনের ১২৮ টি পূজা মন্ডপে দায়িত্বপালনকারী পিসি/এপিসিগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews

Follow for More!