সিলেটের কথা ::: সিলেট নগরীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট কমাতে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে বিশেষ অভিযান শুরু করছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সকাল ৮টা থেকে নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে এই অভিযান পরিচালিত হয়।
এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, এসব স্থানে ব্যাটারিচালিত অটোরিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম প্রতিটি পয়েন্টে ধারাবাহিকভাবে উপস্থিত থাকবেন। সকাল ৯টায় তিনি রিকাবীবাজার পয়েন্টে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন।
এর আগে গত সপ্তাহে এসএমপি সড়ক শৃঙ্খলা ফেরাতে পাঁচ দফা নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, নগরীতে ব্যাটারিচালিত রিকশা, রেজিস্ট্রেশনবিহীন ও ভুয়া নাম্বার প্লেটযুক্ত যানবাহন চলাচল করতে পারবে না। অনুমোদিত স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও অটোরিকশা পার্কিং করা যাবে না। এছাড়া মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নির্দেশনা কার্যকর করতে নগরজুড়ে মাইকিং করা হচ্ছে। সোমবার থেকে অভিযান শুরু হবে, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply