নিজস্ব সংবাদদাতা, গোয়াইনঘাট ::: বাল্যবিবাহ ও শ্রম নয়, শিশুর অধিকার শিক্ষায় হোক পরিচয় এই প্রতিপাদ্যে সিলেটের গোয়াইনঘাটে শিশুশ্রম ও বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা উপলক্ষে উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপি’র সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গোয়াইনঘাট সদর, লেঙ্গুড়া ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নকে শিশুশ্রম ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হয়।
ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি’র ম্যানেজার শেলি তেরেজা কস্তা’র সভাপতিত্বে এবং শিশু সুরক্ষা কর্মকর্তা দিপঙ্কর জেত্রা’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আবু কাওসার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন: উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফজলুল হক ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল কো-অর্ডিনেটর (এডভোকেসি) মো. জামাল উদ্দিন ,ন্যাশনাল কো-অর্ডিনেটর (এক্সটার্নাল এনগেজমেন্ট) মো. রুহুল আমীন সরকার
গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলিম উদ্দিন ,গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক, গোয়াইনঘাট থানার এসআই আব্দুল হান্নান ,প্রোগ্রাম অফিসার মো. শহীদুল ইসলাম ও ঝলমল মারিয়া খংস্তিয়া অনুষ্ঠানে কিশোর-কিশোরীরা বাল্যবিবাহ প্রতিরোধে নাটিকা পরিবেশন করে। শেষে ১৮ জন প্রতিবন্ধী শিশুর মাঝে সহায়ক ডিভাইস বিতরণ করা হয়।
এতে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিশু ও যুব ফোরাম, গ্রাম উন্নয়ন কমিটি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply