1. admin@sylheterkotha.com : admin :
September 11, 2025, 10:23 am

সিলেটের নাগরিক জীবনের ভোগান্তি দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: বাম গণতান্ত্রিক জোট

  • Update Time : Thursday, September 11, 2025
  • 6 Time View

সিলেটের কথা ::: বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে ৮দফা দাবিতে গত ১০ সেপ্টেম্বর বিকাল ৫টায় সিটি পয়েন্টে পথসভা ও প্রচারপত্র বিলি করা হয়। বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা ও বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার সমন্বয়ক সঞ্জয় কান্ত দাসের সভাপতিত্বে ও বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন,বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর,বিপ্লবী কমিউনিস্ট লীগের ডাঃ হরিধন দাশ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর জাহেদ আহমদ,বাংলাদেশ চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমন্বয়ক মনীষা ওয়াহিদ,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সুমিত কান্তি দাস পিনাক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক মাশরুখ জলিল ,প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, এক সময় সিলেটকে অভিহিত করা হতো‘সুন্দরী শ্রীভূমি’ নামে। অথচ আজ অপরিকল্পিত নগরায়ন, ব্যাপক লুটপাট আর প্রকৃতির উপর কর্তৃত্ব প্রতিষ্ঠার নীতি ‘শ্রীভূমি’ সিলেটকে হতশ্রী করে তুলেছে। অতি সম্প্রতি ঘটা ‘সাদাপাথর’ কান্ড শুধু নয়, বহুদিন থেকেই সিলেটের ছড়া, নালা, খাল, পুকুর দখল হয়ে আছে। সুরমা, কুশিয়ারা, বাসিয়া নদী ড্রেজিং হয় না অনেকদিন। এ জন্য অল্প বৃষ্টিতেই বন্যা, জলাবদ্ধতার সমস্যা দেখা দিচ্ছে। হাওর ভরাট করা হচ্ছে অবাধে, নিয়মিত কাটা হচ্ছে পাহার বা টিলা। ফলে বাড়ছে ভূমিকম্পের ঝুঁকি।

বক্তারা বলেন,সিলেটের রেল ব্যবস্থাপনা অত্যন্ত দূর্বল। টিকেটের কালোবাজারি চরমে। এখন ঢাকা-সিলেট, সিলেট-চট্টগ্রামে চালু হয়নি ডাবল লাইন এবং বিরতিহীন ট্রেন। ঢাকা- সিলেট বাস যাতায়াতে এখন ভোগান্তির শেষ নাই। রাস্তার কাজ কবে শেষ হবে কেউ জানে না। ৬ঘন্টার পথ আসতে লেগে যাচ্ছে ১০/১২ঘন্টা। এদিকে সিলেটের স্বাস্থ্য খাতের অবস্থায়ও শোচনীয়। সিলেট ওসমানী হাসপাতালে মাত্রাতিরিক্ত চাপ, অব্যবস্থাপনা, অনিয়ম ও দূর্নীতির কারণে রোগীদের যেন ভোগান্তির শেষ নেই। আবার দীর্ঘদিন ধরেই ২৫০শয্যা বিশিষ্ট সিলেট জেলা হাসপাতাল চালু হচ্ছে না। সিলেট শহরে প্রতিনিয়ত বাড়চে যানজট। বিশুদ্ধ পানীয় জলের সংকট দিন দিন প্রকট হচ্ছে।”

নেতৃবৃন্দ বলেন, সিলেটের নাগরিক জীবনের ভোগান্তি দূর করতে ও প্রাণ-প্রকৃতি রক্ষায় বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার ৮দফা দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিকল্প নাই”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Sylheter Kotha
Theme Customized By BreakingNews

Follow for More!