গোয়াইনঘাট সংবাদদাতা ::: সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট জাফলংয়ে পানিতে ডুবে আবু সুফিয়ান (২৬) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নেমে তিনি পানির স্রোতে তলিয়ে যান।
নিখোঁজ আবু সুফিয়ান গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি পেশায় একজন কম্পিউটার মেকানিক ছিলেন।
সাথে থাকা রাসেল আহমদ জানান, তারা ৮ জন বন্ধু মিলে জাফলংয়ে বেড়াতে আসেন। বিকেলে নদীতে নামলে স্রোতের টানে সবার মধ্যে থেকে শুধু সুফিয়ান তলিয়ে যান। অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, গোয়াইনঘাট থানা পুলিশ এবং স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। সন্ধ্যা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “নিখোঁজ পর্যটককে উদ্ধারে পুলিশ ও ডুবুরি দল কাজ করছে। সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।”
এর আগে ২৫ জুলাই একই এলাকায় মুকিত আহমদ (১৮) নামের আরেক পর্যটক পানিতে ডুবে নিখোঁজ হয়েছিলেন। দুই দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।
Leave a Reply