সিলেটের কথা ::: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিএনপি প্রতিষ্ঠার মাত্র ৯দিনের মাথায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। নারীদের রাজনৈতিকভাবে সংগঠিত করে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করাই ছিল এই সংগঠন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য। আজ ৪৭ বছর ধরে এই সংগঠন গণতন্ত্র রক্ষায়, নারী অধিকার প্রতিষ্ঠায় এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকায় অবিচল রয়েছে। শহীদ জিয়া শুধু মহান মুক্তিযুদ্ধেই নেতৃত্ব দেননি, স্বাধীনতার পর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে নারীদের রাজনীতিতে অংশগ্রহণের পথ সুগম করেছিলেন। আর তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি ও নারী উন্নয়নে যে অসামান্য অবদান রেখেছেন, তা দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। আজকের বাংলাদেশ কঠিন সময় অতিক্রম করছে। এই সময়ে দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য প্রয়োজন আধুনিক ও দূরদর্শী নেতৃত্ব। দেশনায়ক তারেক রহমানের দক্ষ নেতৃত্বই পারে বাংলাদেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে এবং নারীর ক্ষমতায়নকে আরও শক্তিশালী করতে। মহিলা দলের প্রতিটি নেত্রী ও কর্মী তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
মঙ্গলবার বিকেলে নগরীর উপশহরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা মহিলা দল আয়োজিত র্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নারীর শক্তি ছাড়া কোনো আন্দোলন সফল হয়নি। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই—গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের জন্য কাজ করি। শহীদ জিয়ার আদর্শ, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও তারেক রহমানের নেতৃত্বই আমাদের আগামীর দিশারী।
সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে এবং জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট জেলা মহিলা দলের সহ সভাপতি ফারজানা বক্ত রায়না, ফেরদৌসী ইকবাল ও আম্বিয়া বেগম, যুগ্ন সাধারণ সম্পাদক শেখ নাজমা আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক সালমা বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়াসমিন আক্তার, জেলা মহিলা দল নেত্রী জান্নাত জামান চৌধুরী, বিলকিস আক্তার, জলি পুরকায়স্থ, দিবা রানী দে বাবলি, রিমা বেগম, ফাতেহা বেগম, তাহেরা আক্তার মাছুমা, বিলাতুন নেছা, সালেহা বেগম, রুশনা বেগম, কমলা বেগম, বিউটি বেগম, আকলিমা বেগম, বর্ষা বেগম প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন মহিলা দল নেত্রীবৃন্দ। এর পর একটি বর্ণাঢ্য র্যালি নগরীর উপশহর পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা ও র্যালিতে সিলেট জেলা মহিলা দল, বিভিন্ন উপজেলা ও পৌর মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
Leave a Reply