সিলেটের কথা ::: ঐক্য উন্নয়ন ও সুশীলতার চেতনায় প্রসারিত হোক সমাজের শান্তি, মানবতার ধর্মে, আর সৎ কর্মে, মোরা অবশান ঘঠানো সকল ক্লান্তি এই শ্লোগানে বৃহত্তর আখালিয়া নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সাধারণ সভা হয়। বৃহত্তর আখালিয়া নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ দিলওয়ার হোসেন জয় এরসেভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আহমদে পরিচালনায়,
এসময় সাধারণ সভা উপস্থিত ছিলেন, সমিতির সহ সভাপতি মোঃ নূরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজন আহমদ সাদ্দাম, অর্থ সম্পাদক মোঃ আমির আলী, দপ্তর সম্পাদক আব্দুল বাসিত লিমন, প্রচার সম্পাদক আব্দুল কাদির ইমন, সমাজ ও সাংস্কৃতিক সম্পাদক কছির আহমেদসহ ব্যবসায়ী নেতৃবন্দে।
সভাপতির বক্তব্য বলেন, বৃহত্তর আখালিয়া নতুন বাজার একটি মডেল বাজারে পরিণত করা হবে । বাজার পরিস্কার পরিছন্ন রাখা, বিদ্যুৎসহ যাবতীয় সু ব্যবস্থা করতে বাজার ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন রয়েছে। আমি ও আমরা পরিষদকে নিয়ে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা, বাজারের আলোর ব্যবস্থা, বাজারের সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। তিনি আরোও বলেন সাধারণ সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে কিছু দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে অন্যতম দাবি হলো বাজারকে ক্লিন ও ফুটপাত মুক্ত রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দেকে নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান করা হয়েছে। বাকী দাবীগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ইনআল্লাহ। তবে সকল ব্যবসায়ীদের কাছে সহযোগিতা করা আহবান জানান তিনি।
Leave a Reply